মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ০৯:২৪

ঢাকায় অ্যাডভোকেট প্রিমিয়ার ক্রিকেট লীগে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির অংশগ্রহণ

জয় পেয়েছে গণবিশ্ববিদ্যালয় দলের সাথে

অনলাইন ডেস্ক
জয় পেয়েছে গণবিশ্ববিদ্যালয় দলের সাথে

'আদালতের ক্লান্তি শেষে মেতে উঠি ক্রিকেট আনন্দে' এ স্লোগানকে সামনে রেখে ঢাকা ইন্দিরা রোড ক্লেমন ক্রিকেট মাঠে চলছে অ্যাডভোকেট প্রিমিয়ার ক্রিকেট লীগ ( এপিএল)। এ ক্রিকেট লীগে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সি.বি.এ. হিলশা দল, সুপ্রিম কোর্ট দল সহ সারাদেশের ৩২টি দল অংশ নিয়েছে। খেলাগুলো অনুষ্ঠিত হয় ছুটির দিনে।

২৩ নভেম্বর শনিবার ছিলো চাঁদপুর জেলা আইনজীবী সমিতি দলের খেলা। জেলা আইনজীবী সমিতি সৃষ্টির হওয়ার পর এবারই প্রথম কোনো বড়ো খেলাধুলার টুর্নামেন্টে অংশ নেয়। ফুটবল ও ক্রিকেট খেলা জনপ্রিয় হওয়ার পর থেকেই জেলা আইনজীবী সমিতির সদস্যরা অবসর সময়ে ব্যাডমিন্টন, ফুটবল ও ক্রিকেট খেলার সাথে জড়িয়ে পড়েন। জেলা দলটি ক্লেমন ক্রিকেট একাডেমীর মাঠে শনিবার রাতে বড়ো জয় পায় গণবিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের সাথে।

টসে জয়লাভ করে চাঁদপুরের দলটি গণবিশ্ববিদ্যালয় দলকে ব্যাট করার জন্যে পাঠায়। গণবিশ্ববিদ্যালয় নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৮ রান করে। চাঁদপুরের দলটি ৯ ওভার ১ বলে ৪ উইকেট হারিয়ে ১২৩ রান করেন। দলের পক্ষে ব্যাট হাতে চাঁদপুরের রেদওয়ান ৫০, রিয়াদ হোসেন মুনতাসির ২৩ ও আবু কাউছার ২১ রান করেন। ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে নির্বাচিত হন রেদওয়ান হোসেন।

চাঁদপুরের দলটি শনিবার সকালে প্রথম ম্যাচে অংশ নেয় সুপ্রিম কোর্টের ২টি দলের সাথে এবং রাতে অংশ নেয় গণ বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের সাথে।

ঢাকায় এপিএল ক্রিকেটে অংশ নেয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এ.এন.এম. মাইনুল ইসলামের সাথে এ প্রতিবেদকের আলাপকালে তিনি বলেন, সারাদিনই আমরা বিচার প্রার্থীদের সেবা নিয়ে ব্যস্ত থাকি। এর মধ্যে সমিতির সদস্যরা খেলাধুলার সাথে জড়িত রয়েছেন। রাজধানী ঢাকার এই প্রিমিয়ার ক্রিকেট লীগে অংশ নেয়ার পাশাপাশি আমরা নিয়মিত খেলাধুলার সাথে জড়িত থাকতে চাই। খেলাধুলার পাশাপাশি আমাদের সাথে অন্য দলের সুসম্পর্ক তৈরি হলো।

দলের খেলোয়াড় ও জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. নুরুল আমিন খান আকাশ এ প্রতিবেদককে বলেন, খেলায় অংশ নেয়ার আগে আমরা অল্প কয়েকদিন অনুশীলনের সুযোগ পেয়েছি। আমরা যদি আরো ভালো মতো অনুশীলন করতে পারতাম, তাহলে আমাদের দল আরো ভালো খেলতে পারতো। আমরা আইনজীবীদের নিয়ে আউটডোরের বিভিন্ন ইভেন্টের খেলাধুলার আয়োজন করতে যাচ্ছি।

দলের ম্যানেজার ও জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. আলম খান মঞ্জু এ প্রতিবেদককে বলেন, আমরা খেলাধুলায় অংশগ্রহণ করবো বলে সমিতির সিনিয়র আইনজীবীরা অনেক সমর্থন দিয়েছেন। খেলার আগে এবং খেলার দিন তারা আমাদেরও খেলার ব্যাপারে খোঁজ-খবর নিয়েছেন। আমরা এখন থেকে আইনজীবীদের নিয়ে আউটডোরে বিভিন্ন খেলাধুলার আয়োজন করবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়