প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ০৯:২৩
চট্টগ্রামে বিভাগীয় অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্টে খেলতে যাচ্ছে চাঁদপুর জেলা দল
চলতি নভেম্বর মাসের শেষ দিকে চট্টগ্রামে শুরু হচ্ছে বিভাগীয় অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্ট। এ টুর্নামেন্টে চাঁদপুরসহ বিভাগের বিভিন্ন জেলার বয়সভিত্তিক ক্রিকেটাররা অংশ নিবেন। খেলাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম ও চট্টগ্রাম সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২৮ নভেম্বর থেকে এ টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টে অংশ নেয়ার লক্ষ্যে চাঁদপুর জেলা দল ১৮ নভেম্বর থেকে অনুশীলন শুরু করেছে। জেলা দলের ক্রিকেট কোচ শামীম ফারুকীসহ বয়সভিত্তিক ক্রিকেট দলের কোচ পলাশ কুমার সোম অনুশীলনের সাথে জড়িত রয়েছেন।
চাঁদপুর জেলার বয়সভিত্তিক ক্রিকেট দলের অনুশীলন চলাকালে নিয়মিত মাঠে এসে খেলোয়াড়দের খোঁজখবর নেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান।
অনুশীলনরত কয়েকজন ক্রিকেটার এ প্রতিবেদককে বলেন, মোস্তাফিজ স্যার আমাদের খেলার ব্যাপারে খোঁজখবরসহ যাতে নিয়মিত খেলাধুলা করতে পারি এ বিষয়সহ আমাদের উৎসাহ দিয়ে যাচ্ছেন।
চাঁদপুর জেলা অনূর্ধ্ব ১৮ ক্রিকেট দলের অনুশীলনে বর্তমানে ৩২ জন ক্রিকেটার নিয়মিত অনুশীলন করা যাচ্ছেন । এখান থেকেই মূল দল গঠন করা হবে বলে জানা গেছে। জেলা দলের হয়ে অনুশীলনরত ক্রিকেটাররা হলেন : রাতুল দাস, রাব্বি, রায়হান, রবিউল ইসলাম, অমিত, নাবিল ইসলাম, মাহনাব চৌধুরী, ইমতিয়াজ আয়মন, রহিম পাটওয়ারী, অনিমেষ কর, মুনতাসির, মাহফুজ, আল আমিন, ফারদিন, মুহিন, রিয়াজ উদ্দিন, আবু বক্কর, সিয়াম, জিসান আহমেদ, সিয়াম আখন্দ, শাহপরান, ইকরাম, রাফিদ, হোসেন, নোমান, আফ্রিদি, ইনজামাম, আয়ান, সামিস, সালমান, জিদান ও নাফি।
চাঁদপুর স্টেডিয়াম ও আউটার স্টেডিয়ামে অনুশীলনরত বয়স ভিত্তিক ক্রিকেটার আফ্রিদি, নোমান ও নাফি এ প্রতিবেদককে বলেন, আমরা গত কয়েক মাস ধরে আমাদের বড়ো স্যার শামীম ফারুকী ও বয়সভিত্তিক ক্রিকেট দলের কোচ পলাশ কুমার স্যারের তত্ত্বাবধানে অনুশীলন করে যাচ্ছি। আমাদের বয়সভিত্তিক ক্রিকেট দলে অনেক ক্রিকেটার রয়েছেন। আশা করি আমরা যদি খেলার সুযোগ পাই, তাহলে চট্টগ্রামে আমরা ভালো কিছু করতে পারবো।
আমাদের অনুশীলন চলাকালে মোস্তাফিজ স্যার ও জেলা ক্রীড়া অফিসার নিয়মিত মাঠে আসেন এবং খোঁজখবর নেন। আমরা জানি চাঁদপুরের বর্তমান জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন স্যার খেলাপ্রিয় মানুষ। আশা করবো, তিনি জেলার বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে সহসাই ক্রিকেট খেলার আয়োজন করবেন।
চাঁদপুর জেলার ক্রিকেটের কর্ণধার ও চট্টগ্রাম বিভাগের সহকারী ক্রিকেট কোচ শামীম ফারুকীর সাথে এ প্রতিবেদকের আলাপকালে তিনি বলেন, আমরা নিয়মিতই বিভিন্ন বয়সী ক্রিকেটারদের নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা চাই নিয়মিত খেলোয়াড় মাঠে থাকুক এবং নিয়মিত টুর্নামেন্ট চলুক। জেলা সদরের বয়সভিত্তিক অনেক ভালো ক্রিকেটার রয়েছেন। আশা করি তারা প্রতিপক্ষ দলের সাথে ভালো করবেন।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ দল বিভাগীয় পর্যায়ের ক্রিকেটে কোচ পলাশ কুমার সোমের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে।