বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০৮:৫২

উদ্বোধক বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল

১৬ নভেম্বর শনিবার শুরু হচ্ছে সিপিএল টেপ টেনিস সিজন-২ ক্রিকেট টুর্নামেন্ট

চৌধুরী ইয়াসিন ইকরাম
১৬ নভেম্বর শনিবার শুরু হচ্ছে সিপিএল টেপ টেনিস সিজন-২ ক্রিকেট টুর্নামেন্ট

আগামী ১৬ নভেম্বর শনিবার শুরু হচ্ছে শাহরাস্তি প্রিমিয়ার লীগ (সিপিএল) টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২। উদ্বেধনী দিন সকাল ১০টায় ম্যাচে অংশ নিবে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের জাফরনগর এলাকার লাল সবুজ ক্লাব ও শাহারাস্তি উপলতা স্পোর্টিং ক্লাব।আয়োজকদের মাধ্যমে জানা যায় যে, টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

সিপিএলের ১ম সিজনের ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন মোহাম্মদ আশরাফুল সহ জাতীয় দলের ক্রিকেটার মোঃ সাইফুদ্দিন। এবারও টুর্নামেন্ট চলাকালে মাঠে দেখা যাবে সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস সহ জাতীয় দলের অনেক ক্রিকেটারকে। মাঠে যাতে নিয়মিত ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত সহ অংশ নেয়া দলগুলোকে উৎসাহ দিতে পারে সেজন্যে আয়োজকদের পক্ষ থেকে আরো অনেক কিছুর ব্যবস্থা থাকছে বলে জানা গেছে।

শাহরাস্তি ক্রিকেট একাডেমীর আয়োজনে টুর্নামেন্টের সিজন-২-এর খেলাগুলো অনুষ্ঠিত হবে সূচীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে। মাঠকে খেলার উপযোগী করে তোলার জন্যে মাঠের বিভিন্ন স্থানে মাটি ভরাটসহ খেলোয়াড়দের প্যাভিলিয়নের কাজ করা হয়েছে। দর্শকরা যাতে সুন্দরভাবে খেলা উপভোগ করতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে আয়োজকদের পক্ষ থেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে শাহরাস্তি উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সামাজিক নেতৃবৃন্দ এবং জেলার ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রিকেটাররা উপস্থিত থাকবেন। ইতোমধ্যে এ টুর্নামেন্ট সম্পর্কে শাহরাস্তি উপজেলার সন্তান ফেসবুকের আলোচিত সেফুদা সুদূর অস্ট্রিয়া থেকে প্রচারণা চালিয়েছেন। তিনি বলেন, আমাদের উপজেলার সূচীপাড়া মাঠে এ টুর্নামেন্টটির খেলা দেখতে যাবেন। সেখানে আমাদের জাতীয় ক্রিকেটারের মধ্যে অনেকেই আসবেন। এ টুর্নামেন্টে দেশের অনেক জেলার দলগুলো অংশ নিচ্ছে। আমি সকলকে অনুরোধ করছি, আমার প্রিয় সূচীপাড়া হাইস্কুল মাঠে সকলেই আসবেন। আমার গ্রাম শোরশাক থেকে ২ কিলোমিটার দূরেই খেলাটি অনুষ্ঠিত হবে। ক্রিকেটার সাদ্দাম হোসেন মিঠু কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের খেলাগুলো উপভোগ করবেন। লাভ ইজ পাওয়ার।

এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে সিলেট, ঢাকা, কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর, বরিশাল, লক্ষ্মীপুর, চৌমুহনী, চট্টগ্রামের সন্দ্বীপ, লাকসামসহ চাঁদপুর জেলা এবং বিভিন্ন উপজেলার ৩২টি দল। টুর্নামেন্টের পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ ৫০ হাজার টাকা ও রানার আপ দল পাবে ১ লাখ টাকা ও ট্রফি। টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোর সাথে আয়োজকদের নিয়মিত খেলার বিষয় নিয়ে যোগাযোগ রয়েছে বলে শাহরাস্তি ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা ও ক্রিকেটার সাদ্দাম হোসেন মিঠু জানিয়েছেন।

সিপিএল সিজন-২ টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হলো : আহমেদ রাব্বি এলিট ইলেভেন নারায়ণগঞ্জ, গ্র্যান্ড ভিক্টোরি স্পোর্টিং ক্লাব, এনআরসি চৌদ্দগ্রাম কুমিল্লা, হাইমচর স্টার চাঁদপুর, গুড্ডু ক্রিকেটার্স গাজীপুর, কুচাইতলী রাইডার্স কুমিল্লা, যাত্রাবাড়ী লায়ন্স ঢাকা, এআর এন্টারটেইনমেন্ট সিলেট, মারিয়ান এক্সপ্রেস বরিশাল, লাল সবুজ ক্রিকেট ক্লাব রামগঞ্জ - লক্ষ্মীপুর, অলস্টার লক্ষ্মীপুর, সূচীপাড়া স্পোর্টিং ক্লাব, সিটি বয়েজ চাঁদপুর, ১০-১২ ক্রিকেট ক্লাব ঢাকা, টিম রামগঞ্জ, চিতোষী ইলেভেন লায়ন্স, আর এম স্পোর্টস ক্লাব ঢাকা, সৌদি প্রবাসী ফরিদগঞ্জ, ভিক্টোরী ক্লাব হাজীগঞ্জ, নর্থ গন্ধর্ব্যপুর, উপলতা স্পোর্টিং ক্লাব, অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব, বড়কূল আইডিয়াল ক্লাব, জমাদ্দার বাড়ি একাদশ, স্পোর্টস্ লাভার সন্দ্বীপ চট্টগ্রাম, জিরো ফোর ক্লাব ঢাকা, ঢাকা ইউনিভার্সিটি, স্টার স্পোর্টিং ক্লাব, দক্ষিণ লংলা কুলাউড়া সিলেট, ঠাকুরবাজার স্পোর্টিং ক্লাব, লাকসাম রকস্টার ফ্যাশন, গুণবতী আলকরা স্পোর্টস্ ইউনিটি চৌদ্দগ্রাম ও চৌমুহনী ফাইটার্স চট্টগ্রাম। ইতোমধ্যে অক্টোবর মাসের শেষ সপ্তাহে খেলায় অংশ নেয়া দলগুলোর কর্মকর্তাদের উপস্থিতিতেই খেলার টস পরিচালনা করা হয়। খেলার ফিক্শ্চারও তৈরি করা হয়েছে।

টুর্নামেন্টের আয়োজকদের পক্ষ থেকে জানা যায়, খেলা পরিচালনার জন্যে বেশ কিছু নিয়মাবলি করা হয়েছে। অংশ নেয়া দলগুলোকে এই নিয়ম মেনেই খেলতে হবে। নিয়মাবলির মধ্যে রয়েছে : আইসিসি ও স্থানীয় নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট পরিচালিত হবে; প্রতিটি খেলা ১৬ ওভারে অনুষ্ঠিত হবে; ৫ জন বোলার ব্যবহার করতে হবে, একজন সর্বোচ্চ চার ওভার করতে পারবে; চাঁদপুর জেলার টিমগুলোকে বাধ্যতামূলক দুজন শাহরাস্তির প্লেয়ার খেলাতে হবে; চাঁদপুর জেলার টিমগুলো ইমপ্যাক্ট সুবিধা পাবে, বাইরের জেলার টিমগুলো এই সুবিধা পাবে না; বাইরের জেলার টিমগুলো অংশগ্রহণের দিন যে টিম নিয়ে খেলবে, ওই টিম থেকে সর্বোচ্চ তিনজন পরবর্তীতে পরিবর্তন করতে পারবে; আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে; প্রাকৃতিক দুর্যোগের কারণে খেলা বন্ধ হলে পুনরায় সেখান থেকে আবার শুরু হবে রিজার্ভ ডেতে; ম্যাচ টাই হলে সুপার ওভারে খেলার ফলাফল নির্ধারিত হবে; প্রতিটা দলে অবশ্যই জার্সি ও ট্রাউজার সহ টুর্নামেন্টের লোগো বাধ্যতামূলক থাকতে হবে; কোনো টিমের পক্ষে কোনো দর্শক যদি মাঠে উচ্ছৃঙ্খল আচরণ করেন, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে এবং উক্ত টিমকে বহিষ্কার করা হবে। এ রকম বেশ কিছু নিয়মাবলি মেনেই দলগুলোকে খেলতে হবে।

সিপিএল নিয়ে ক্রীড়া সংগঠক ও শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজলের সাথে এ প্রতিবেদকের মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, আমাদের উপজেলায় গত বছরও এ টুর্নামেন্টটি অনেক সুন্দর হয়েছে। চাঁদপুর জেলার মধ্যে আমাদের উপজেলায় এ টেপ টেনিস টুর্নামেন্টটি সুন্দরভাবে আয়োজন করে যাচ্ছেন ক্রীড়া সংগঠক ও ক্রিকেটার সাদ্দাম হোসেন মিঠু। আশা করি সিপিএল সিজন-২ খেলাটিও সুন্দরভাবে সকলে উপভোগ করবে। এ টুর্নামেন্টে শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থা ও শাহরাস্তি প্রেসক্লাবের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা থাকবে।

সাদ্দাম হোসেন মিঠু জানান, আমরা গত বছর এই উপজেলাতে বিভিন্ন জেলার ক্রিকেট দল নিয়ে টুর্নামেন্টের আয়োজন করেছিলাম। আমরা সুন্দরভাবে টুর্নামেন্ট শেষ করেছি। গত বছরের টুর্নামেন্টের ফাইনালে মাঠে উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার সাইফুদ্দিন ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোঃ আশরাফুল। এবারো সিজন-২-এর খেলাগুলোর উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন খেলার সময় জাতীয় দলের বিভিন্ন ক্রিকেটারকে দেখা যাবে মাঠে। টুর্নামেন্টের খেলা নিয়ে জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন , গণমাধ্যম কর্মীদের সাথে আমার নিয়মিত আলোচনা হচ্ছে।

মিঠু এ প্রতিবেদককে আরো বলেন, আমি একজন প্রথম বিভাগের ক্রিকেটার, একজন সংগঠক, শাহরাস্তি ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক। আমি সবসময় স্বপ্ন দেখি, আমার নিজের উপজেলাটাকে চিনবে পুরো বাংলাদেশ। গত বছর সিজন ওয়ান করেছি, যেটা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে টেপ টেনিস ক্রিকেটে। এরই ধারাবাহিকতায় এ বছর আমার স্বপ্ন ছিলো যে, আমি বাংলাদেশের সর্ববৃহৎ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট করবো, যেখানে অংশগ্রহণ করবে সারা বাংলাদেশ থেকে ৩২টি দল। ইনশাআল্লাহ ইতোমধ্যে আমি আমার সকল কার্যক্রম সম্পন্ন করেছি। আর এই সবকিছু আমার একক উদ্যোগে করার কারণ হচ্ছে, আমি চাই আমার মতো সবাই সবার উপজেলায় এই ধরনের আয়োজন করুক, যাতে বাংলাদেশ ক্রীড়া ক্ষেত্রে অতি দ্রুত এগিয়ে যায়। ইতোমধ্যে আমার শাহরাস্তি ক্রিকেট একাডেমির ছেলেরাও দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

শাহরাস্তিতে সিজন-২ টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আয়োজকদের পক্ষ থেকে এ প্রতিবেদককে আরো জানানো হয়, টুর্নামেন্টের খেলাগুলো স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে দেখানো হবে। এ টুর্নামেন্টটি যেনো সুন্দরভাবে শেষ হয় সেজন্যে সকলের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেছেন তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়