শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ২৩:০০

হাজীগঞ্জে ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
হাজীগঞ্জে ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। ছবি : চাঁদপুর কণ্ঠ।

হাজীগঞ্জে ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবু ছাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ। অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষকদের মধ্যে বেলচোঁ কারিমাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ মিজানুর রহমান আশ্রাফি, স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম, প্রতিষ্ঠান প্রধানদের পক্ষে পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান পাটওয়ারী, হাটিলা টঙ্গীরপাড় ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাঈল হোসেন সর্দার, বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন, ক্রীড়া শিক্ষকদের পক্ষে জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ নুরুল আমিন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদরাসার শিক্ষক মোঃ শাহাদাত হোসেন। গীতা পাঠ করেন মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোপাল কৃষ্ণ রায়। অনুষ্ঠানে সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন, সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন টিটু, বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হক, রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন সরকার, বলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, বোরখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেনসহ অন্যান্য প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষক, বিজয়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়