প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২, ২০:৪১
মেসিকে ছোঁয়াও যাবে না খেলোয়াড়দের হুঁশিয়ারি
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। তার আগে একটা প্রীতি ম্যাচ খেলবে দলটি। সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে তাদের মাঠে হবে প্রীতি ম্যাচটি। দলটির কোচ রোদোলফো আরুবারেনা শিষ্যদের হুঁশিয়ার করে বলেছেন, এই ম্যাচে মেসিকে ছোঁয়াও যাবে না! রোদোলফো এখন আমিরাতের দায়িত্বে থাকলেও তার জন্ম বুয়োনোস এইরেসে। খেলোয়াড়ি জীবনে গায়ে চড়িয়েছেন বোকা জুনিয়র্স দলের জার্সিও। সেই তিনি এবার জন্মভূমি আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছেন।
|আরো খবর
আগামীকাল বুধবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে আমিরাতের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তার আগে রোদোলফো খেলোয়াড়দের মেসির বিষয়ে হুঁশিয়ার করে দিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি ফুটবলারদের বলে দিয়েছি, ম্যাচের মধ্যে মেসিকে কোনো অবস্থায় যেন কড়া ট্যাকল না করা হয়। সবচেয়ে ভালো হয়, ওকে যদি ছোঁয়াই না হয়।’ নিজ দেশ খেলছে বিশ্বকাপে, তার আগে তার দলের মুখোমুখি হয়েই প্রস্তুতি সারতে চায় মেসির আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে তিনি জানালেন, শিষ্যদের তার এই হুঁশিয়ারি মূলত দেশের প্রতি ভালোবাসা থেকেই এসেছে। তিনি বলেন, ‘বলতে পারেন, এটা আমার দেশের প্রতি দুর্বলতা। মেসি তার জীবনের শেষ বিশ্বকাপ খেলবে কাতারে। তার আগে এই প্রস্তুতি ম্যাচ আমাদের কাছে স্মরণীয় হয়ে গিয়েছে মাঠে নামার আগেই।’
গ্রহের অন্যতম সেরা এই খেলোয়াড়ের মুখোমুখি হবে দল। তাই আর্জেন্টাইন কোচ রোদোলফো জানালেন, আমিরাতের খেলোয়াড়দের পরামর্শ দেওয়ার জন্য মেসিকে বিশেষভাবে অনুরোধ করবেন তিনি। তার কথা, ‘লিওর মতো ফুটবলারের দেখা তো চাইলেই মেলে না। সেই সুযোগ পাচ্ছে এই দল। তাই ওর কাছ থেকে মূল্যবান পরামর্শ পেলে উপকৃত হবে সংযুক্ত আরব আমিরাত। আশা করব, ও আমার এই অনুরোধ রক্ষা করবে।’