প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২২, ২০:২৫
সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলকে বাফুফের সাবেক সভাপতি এস.এ. সুলতান টিটুর অভিনন্দন
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সাবেক সভাপতি ও চাঁদপুর সদর আসনের সাবেক এমপি ফ্লাঃ লেঃ এস.এ. সুলতান টিটু এক অভিনন্দন বার্তায় বলেছেন, ২০০৪ সালে ফিফার গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ নারী ফুটবল দল গঠিত হয়। তখন অনেক প্রতিবন্ধকতা ছিলো। বিশেষ করে আমাদের সহযোগী দল খুবই সংবেদনশীল ছিলো। তারপরও সকল প্রতিবন্ধকতা কাটিয়ে আমরা ৬টি নারী দলের টুর্নামেন্ট আয়োজন করি। তার মধ্যে দুটি স্কুলও এগিয়ে এসেছিল। আজ সেই নারী ফুটবল দল দীর্ঘপথ পরিক্রমায় সাফ চ্যাম্পিয়নশীপ অর্জন করেছে। আমি এই নারী ফুটবল দলকে অভিনন্দন জানাচ্ছি। তার সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান কর্মকর্তাদেরও অভিনন্দন জানাচ্ছি এবং শ্রদ্ধাভরে স্মরণ করছি যারা তখন নারী ফুটবল দল গঠনে আমার সঙ্গে আমার সহযোদ্ধা ছিলেন। বিশেষ করে সিরাজুল ইসলাম বাচ্চু ভাইকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।
|আরো খবর
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, ক্রীড়া সংস্কৃতি এসব বিষয়ে আমরা ছিলাম উদারপন্থী। বাফুফের তৎকালীন কমিটিতে প্রায় ২১ জনের মধ্যে ৬ জন ছিলেন বিএনপির আর ১৩ জন ছিলেন আওয়ামী লীগের এবং ২জন ছিলেন স্বতন্ত্র মনোভাবের। আজ দুঃখের বিষয়, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বা সংস্কৃতি অঙ্গনে কোনো একজন ক্রীড়া সংগঠককে যথেষ্ট সম্মান প্রদর্শন করে বিগত ১৪ বছর অন্যদের অবহেলা করা হয়েছে। তার মানে কি আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের অন্য কোথাও মেধাসম্পন্ন সংগঠক নেই? আর ঢাকা শহরের ৮০টি ফুটবল ক্লাবের একটিতেও আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের প্রতিভাবান সংগঠক জড়িত নেই। এটা দুঃখের বিষয়। ক্রীড়াঙ্গন সকল রাজনীতির ঊর্ধ্বে থাকুক-এটা আমি দৃঢ়ভাবে বিশ^াস করি এবং যতোদিন বেঁচে থাকবো এ বিশ^াস নিয়েই বেঁচে থাকবো।