শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫  |   ৩৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ জুন ২০২২, ১৬:৫৩

মুন্সীগঞ্জে হারিয়ে গেছে খেলার মাঠ

আব্দুল মান্নান সিদ্দিকী
মুন্সীগঞ্জে হারিয়ে গেছে খেলার মাঠ

মুন্সীগঞ্জে বড় বড় দালান কোঠা নির্মাণে হারিয়ে গেছে শিশুদের খেলার মাঠ। অতীতে জেলায় শহর হতে গ্রামে বিভিন্ন পাড়া-মহল্লায় বসবাসের বাড়িঘরের পাশাপাশি শিশু কিশোর যুবদের জন্য ছিল খেলাধুলার মাঠ। বিকেলে মাঠে দলবেঁধে শিশু-কিশোররা খেলাতো হাডুডু, কানামাছি, দাড়িয়াবাধাঁ, গোল্লাছুট সহ দেশীয় খেলাধুলা এখেলাধুলায় অভিবাবকরা দর্শক হিসেবে উপভোগ করতেন ও শিশু-কিশোরদের উৎসাহ যোগাতেন। কালের বিবর্তনে তা হারিয়ে গেছে। শহর হতে গ্রাম অঞ্চলে সেই খেলার মাঠ এখন আর নেই। ব্যক্তিগত সম্পত্তি হওয়ায় যার যার মাঠ ভরাট করে বড় বড় দালান নির্মান করেছেন তাই শিশুরা খেলাধুলা হতে বঞ্চিত হচ্ছে। বিভিন্ন স্কুল ও কলেজে খেলাধুলার মাঠ রয়েছে সেখানে শুধুমাত্র ছাত্রছাত্রীরা খেলাধুলার সুযোগ পেয়ে থাকে। মাঠের অভাবে সাধারণ শিশু-কিশোররা খেলাধুলা হতে বঞ্চিত হচ্ছে। ২৭ মে ভরদুপুরে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা বাগড়া এলাকা ঢাকা দোহার মহাসড়কের পাশে হাবিবুর বেপারী ড্রেজার দিয়ে তার জমিটি ভরাট করেছেন বাড়ি নির্মাণের জন্য। শিশু-কিশোররা বালি ভরাট মাঠটি পেয়ে ফুটবল খেলায় মেতে উঠেছে। শিশু-কিশোররা এ প্রতিনিধিকে জানান, কোথাও খেলাধুলার জায়গা নেই এ মাটিতে খেলতে পেরে তারা খুশি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়