প্রকাশ : ১৬ মে ২০২২, ১৯:২২
শ্রীনগরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন

১৬ মে সকাল ১১টায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ বালক ২০২২ শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ব্যারিস্টার সজিব আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকআলহাজ্ব তোফাজ্জল হোসেন, শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরাইয়া আশরাফী। মহিলা বিষয়ক কর্মকর্তা গুলশান ফেরদৌস। পিআইও আশিকুর রহমান।
|আরো খবর
আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টা আজিজুল ইসলাম, জেলা পরিষদ সদস্যএম মাহবুব উল্লাহ কিসমত, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার, শ্রীনগর পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবুল হোসেন,ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুর রহমান, পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন, বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল্লাহ কামাল জিলু, আটপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান,তন্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর খান প্রমুখ। কুকুটিয়া ইউনিয়ন ও বারইখালী ইউনিয়ন এর মধ্যেমে খেলার শুভ উদ্বোধন করা হয়।