প্রকাশ : ২৭ এপ্রিল ২০২২, ১৯:৪০
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নিবার্চন-২০২২
সাধারণ সম্পাদকসহ ২৭ পদে মনোনয়নপত্র সংগ্রহ ৩২ জনের

আগামী ১৬ মে অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন-২০২২। নির্বাচন উপলক্ষে গতকাল বুধবার মনোনয়ন ফরম বিতরণ করা হয়। জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বরত রিটার্নিং অফিসার জেলা সমাজসেবা অফিসার রজত শুভ্র সরকার প্রার্থীদের মাঝে মনোনয়ন বিতরণ করেন।
জেলা ক্রীড়া সংস্থার পুণঃতফসিল অনুযায়ী নির্বাচনের জন্য সাধারণ সম্পাদক পদে ২ জনসহ মোট ২৭টি পদে ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে রিটানিং অফিসার এ প্রতিবেদককে জানান। তিনি নির্বাচনে কোন পদে কোন প্রাথী মনোনয়নপত্র কিনেছেন তাদের নাম তিনি বলেন নি। তিনি জানান, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিনই কারা কারা কিংবা কোন কোন পদে কে নির্বাচন করছেন ওইদিনই তিনি জানিয়ে দিবেন।
জেলা রিটার্নিং অফিসার সুত্রে জানা যায় যে, সাধারণ সম্পাদক পদে ১ জনের বিপরীতে ২ জন, সহ-সভাপতি পদে ৪, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে ১, যুগ্ম সম্পাদক পদে ২, কোষাধ্যক্ষ পদে ১, সাধারণ সদস্য পদে ১৪টি পদের জন্যে ১৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ ও উপজেলা ক্রীড়া সংস্থা পদের ২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগহ করেন।