শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫  |   ৩৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২২, ২০:৫৮

কুমিল্লা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
কুমিল্লা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের উদ্বোধন

কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট ২০২১-২২ শুরু হয়েছে। এবারের আসরে কুমিল্লার ৮টি স্কুল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় অংশ নেয় কুমিল্লা জিলা স্কুল ও কুমিল্লা মর্ডান হাই স্কুল। খেলায় উদ্বোধনী খেলায় কুমিল্লা জিলা স্কুল মর্ডান হাই স্কুলের সাথে জয় লাভ করে।

প্রথমে ব্যাট করে কুমিল্লা মর্ডান হাই স্কুল সব উইকেট হারিয়ে ১৭৮ রান করে। জবাবে কুমিল্লা জিলা স্কুল ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান করে জয় নিশ্চিত করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভলাপমেন্ট এর অয়োজনে ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব নাজমুল আহসান ফারুক রোমেন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোঃ সোলেমান খান, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহকারি সম্পাদক খায়রুল আলম সোহাগ, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাদল খন্দকার, সদস্য দেলোয়ার হোসেন জাকির, কুমিল্লা জেলা ক্রিকেট কোচ হাবিব মোবাল্লেগ জেমস।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়