প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৫
মার্তিনেজ, রোমেরোসহ আর্জেন্টাইন চার ফুটবলার নিষিদ্ধ

করোনা বিধি নিষেধ না মানার কারণে গত বছর ব্রাজিল-আর্জেন্টিনা মধ্যকার ম্যাচ চলাকালে মাঠে পুলিশ নিয়ে প্রবেশ করে স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ম্যাচটি স্থগিত রাখা হয়। সেই স্থগিত ম্যাচটি আবারও আয়োজনের নির্দেশ নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেই সঙ্গে চার আর্জেন্টাইন ফুটবলারকে নিষিদ্ধও করা হয়েছে। সোমবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ফিফা।
|আরো খবর
বিবৃতিতে তারা জানিয়েছে, 'বিভিন্ন বাস্তবিক বিষয় তদন্তের প্রেক্ষিতে ফিফার শৃঙ্খলা কমিটি মনে করছে ম্যাচটা পুনরায় খেলা উচিত। ম্যাচের তারিখ এবং কোথায় অনুষ্ঠিত হবে তা ঠিক করবে ফিফা। ফিফার আন্তর্জাতিক ফুটবল প্রটোকল না মানায় এমিলিয়ানো বুয়েন্দিয়া, এমিলিয়ানো মার্তিনেজ, জিওভানি লো সেলসো ও ক্রিস্তিয়ান রোমেরোকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হচ্ছে।'
এছাড়া ম্যাচটি বাতিলের কারনে উভয় ফেডারেশনকে বাড়তি ৫০ হাজার সুইস ফ্র্যাংক জরিমানা করা হয়েছে। ম্যাচটির পুনরায় আয়োজনের সিদ্ধান্ত দেবার পাশাপাশি অভিযুক্ত চার আর্জেন্টাইন খেলোয়াড়কে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। একইসাথে দুই দেশের ফেডারেশনকে আর্থিক জরিমানাও করা হয়েছে।
অর্ডার ও সিকিউরিটি আইন ভঙ্গের কারনে ব্রাজিলিয়ান ফুটবল এসোসিয়েশনকে ৫ লাখ সুইস ফ্র্যাংক এবং ম্যাচের আইন ভঙ্গের কারনে আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনকে ২ লাখ সুইস ফ্র্যাংক জরিমানা করা হয়েছে।