প্রকাশ : ১০ জুলাই ২০২১, ০০:০০
আমার পরিবারে শুধু আমিই আর্জেন্টিনা, বাকি সব ব্রাজিল : জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে সর্বত্রই এখন ব্রাজিলণ্ডআর্জেন্টিনা নিয়ে সরগম আলোচনা। ফুটবলের এ উন্মাদনা ছড়িয়ে পড়েছে দেশের সকল শ্রেণিণ্ডপেশার মানুষের মধ্যে। চাঁদপুর জেলা প্রশাসনেও তেমনই ফুটবলণ্ডআমেজ বইছে।
|আরো খবর
চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সাথে কথা বলা হয় চাঁদপুর কণ্ঠ থেকে। তিনি জানান, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে ম্যারাডোনার যে ছন্দময় খেলা দেখেছি, তার প্রতি প্রভাবিত হয়েই আর্জেন্টিনাকে সমর্থন করে আসছি।
‘আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল সমর্থক কারো সাথে কখনো বিতর্কে জড়িয়েছেন কিণ্ডনা’ জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, আমার প্রতিপক্ষ আমার হাজব্যান্ড। আমার পরিবারে আমিই শুধু আর্জেন্টিনা, বাকি সবাই ব্রাজিল সমর্থক। আমার শ্বশুরণ্ডশাশুড়ি, শ্বশুরবাড়ির সবাই ব্রাজিল সমর্থক, আমি একাই আর্জেন্টিনা সাপোর্ট করছি। এ নিয়ে মাঝে মাঝেই বেশ মজার ডিবেট হয়। আমাদের বিয়ের পর যতবারই ব্রাজিলণ্ডআর্জেন্টিনা মুখোমুখি হয়েছে, ততবারই আমরা দু’জন ব্রাজিলণ্ডআর্জেন্টিনার পক্ষণ্ডবিপক্ষ নিয়ে সহনীয় মাত্রায় বিতর্ক করতাম। ধীরে ধীরে আমরা তা মানিয়ে নিয়েছি।
‘১১ তারিখ কোপা আমেরিকার ফাইনালে আপনার দল আর্জেন্টিনা জিতবে নাকি হারবে এ ব্যাপারে কী মনে করেন’ জানতে চাইলে অঞ্জনা খান মজলিশ বলেন, আমাদের পরিবারে হারণ্ডজিত নেই। আর্জেন্টিনা জয়ী হলে আমি জিতেছি, ব্রাজিল জয়ী হলে আমার হাজব্যান্ড জিতবেন। কেউ না কেউতো জয়ী হচ্ছি। তাই পরাজয় নিয়ে আমাদের কোনো আক্ষেপ থাকবে না। তবে ভালো খেলা হোক, বর্তমান প্রজন্ম ভালো একটি খেলা উপভোগ করুক এমনটাই প্রত্যাশা।