শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১২ নভেম্বর ২০২১, ১৭:৩৩

মনোনয়ন বাণিজ্যে লিপ্ত হয়েছেন যারা তাদের থেকে দূরে থাকুন : ড. মহীউদ্দীন খান আলমগীর

মোহাম্মদ মহিউদ্দিন/মেহেদী হাসান:
মনোনয়ন বাণিজ্যে লিপ্ত হয়েছেন যারা তাদের থেকে দূরে থাকুন : ড. মহীউদ্দীন খান আলমগীর

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাচাই কল্পে চাঁদপুরের কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা শুরু হয়েছে। গতকাল শুক্রবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার সাচার ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভার মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আইয়ুব আলী পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগের পরিচালনায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দলীয় শৃংখলা মেনে তৃণমূলের সাথে সম্পৃক্ত ন্যায়পরায়ণ, সৎ ও নিষ্ঠাবান প্রার্থীকে আপনারা চেয়ারম্যান পদে নৌকার প্রতীকের জন্য মনোনীত করবেন। এ ক্ষেত্রে ইউপি নির্বাচনকে সামনে রেখে যারা দলে বিশৃংখলা সৃষ্টি করবে তাদের স্থান আওয়ামী লীগে নেই। আর যারা নৌকা প্রতীক পাইয়ে দেওয়ার নামে মনোনয়ন বাণিজ্যে লিপ্ত হয়েছেন আপনারা তাদের থেকে দূরে থাকুন। তারা আওয়ামী লীগ নয়, নৌকার নামে নিজেদের পকেট ভারী করতে এসেছে। আপনারা এদের থেকে দূরে থাকবেন।

বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিকুর রহমান, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন্নাহার ভূইয়া, হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মোঃ শাহজাহান, মোতাহের হোসেন দুলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিন্নত আলী তালুকদার ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মনির হোসেন প্রমূখ।

সভায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের জন্য ৭জনের নাম প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে আসে। তাঁরা হচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিন্নত আলী তালুকদার, সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান মনির হোসেন, সাবেক সভাপতি কলিমউল্লাহ, আওয়ামী লীগ নেতা সেলিম মজুমদার শুভ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, উপজেলা যুবলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নিমাই সরকার এবং মহিলা যুবলীগের সাধারণ সম্পাদিকা আমেনা বেগম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়