প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১৯:৩৪
পৌর ৭নং ওয়ার্ড ও বাগাদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মোমবাতি মার্কার গণসংযোগ

চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ চাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ড ও বাগাদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন। তিনি শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় এসব এলাকায় গণসংযোগ করেন। তিনি মাগরিবের নামাজ আদায় করেন ঢালীরঘাট কেন্দ্রীয় জামে মসজিদে। এরপর বাজার এলাকায় তিনি গণসংযোগ করেন। এ সময় তাঁর সাথে ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ হুমায়ুন কবির, সদর উপজেলার সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াদ হোসেন মিঠু, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর সদর উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জায়েদ হাসান, বাগাদী ইউনিয়ন ছাত্রসেনার সদস্য সাব্বির হোসেন গাজী প্রমুখ।
এরপর পৌরসভার ৭নং ওয়ার্ডে গণসংযোগ করেন মোমবাতি মার্কার প্রার্থী।








