শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহফুজুল হক
  •   প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহফুজুল হক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ২১:১৩

চাঁদপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী দলের পরিচিতি সভা

এমরান হোসেন লিটন।।
চাঁদপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী দলের পরিচিতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রবাসী দল চাঁদপুর জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও নতুন এ দলের অনুমোদন দেয়ায় এই দলের নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়েছে। ১৬ জানুয়ারি বাদ আসর ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা ইউনিয়নের ওয়াফদা সংলগ্ন স্বপন চেয়ারম্যান মার্কেটে পরিচিতি সভা এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবগঠিত চাঁদপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী দলের আহ্বায়ক মো. মনির হোসেন তপাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ১নং বালিথুবা ইউনিয়নের ২ বারের চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন মিয়া। এ সময় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা মো. এমরান বকাউল, মো. মোস্তফা কামাল বাবুল পাটোয়ারীসহ অনেকে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী চাঁদপুর জেলা প্রবাসী দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. মাহফুজ খান, মো. মাসুদ বেপারী, মো. শাহ আলম, মো. এমদাদ পাটোয়ারী, মো. মিঠু পাঠান, মো. মফিজ মিদ্দা, মো. মহিউদ্দিন জামাদার, মো. সোহেল ছৈয়াল, আজম শাহ সাকের, আব্দুল হান্নান বেপারী, দুলাল হোসেন ভূঁইয়া, আমির হোসেন, মো. মাহবুবুল আলম, আলমগীর ডালি, বাবুল হোসেন জামাদার, দেলোয়ার হোসেন জমাদারসহ ২ শতাধিক প্রবাসফেরত জাতীয়তাবাদী কর্মীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়