প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ২২:২৫
ফরিদগঞ্জে ধানের শীষের প্রচারণাকালে বাধা, থানায় জিডি
ফরিদগঞ্জে এই প্রথম ধানের শীষের গণসংযোগ ও প্রচারণাকালে বাধা প্রদান, দু পা কেটে ঘরে বসিয়ে দেওয়া এবং ধানের শীষের প্রচারণা করলে গুম করে দেওয়ার হুমকি প্রদান করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় অভিযোগ করা হলে তা সাথে সাথেই জিডি আকারে নেওয়া হয়। যার নং ৪৮৯/ ০৯-০১২০২৬।
|আরো খবর
অভিযোগের আলোকে জানা যায়, ফরিদগঞ্জ পৌর স্বেচ্ছাসেবেক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. এমরান হোসেন স্বপন শুক্রবার
( ৯ জানুয়ারি ২০২৬)
আড়াইটার সময় পূর্ব বড়ালী কুটির দোকানের সামনে ফরিদগঞ্জ উপজেলা থেকে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের ধানের শীষের গণসংযোগ ও প্রচারণা করতে গেলে একই উপজেলা থেকে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম এ হান্নানের অনুসারী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু ও আলী মিজি নামের দুজন এমরান হোসেন স্বপনকে হুমকি দেন যে, ওই এলাকায় যেন বিএনপি এবং ধানের শীষের কোনো প্রচার-প্রচারণা না চালানো হয়। এ সময় এমরান হোসেন স্বপনকে বলে দেওয়া হয়, ধানের শীষের প্রচারণা করলে দু পা কেটে ঘরে বসিয়ে দেওয়া হবে এবং মেরে লাশ গুম করে ফেলা হবে।
বর্তমানে এহেন কার্যকলাপের কারণে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের লোকদের হুমকির ভয়ে এমরান হোসেন নিরাপত্তাহীনতায় ভুগছেন। যার কারণে তিনি ফরিদগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন।








