প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১৮:২০
মানুষের সেবা করাটাই বড়ো রাজনীতি
.........লায়ন মো. হারুনুর রশিদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির দলীয় মনোনয়ন পাওয়া কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, এক ব্যাগ রক্তের বিনিময়ে একটি মানুষের প্রাণ বাঁচানো সম্ভব। একজন সুস্থ ব্যক্তি যেহেতু নির্দিষ্ট সময় পর পর রক্ত দিতে পারে, সে জন্যে প্রতিটি মানুষের রক্তের গ্রুপ জানা থাকাটা অতি জরুরি। আমি রাজনীতিতে আসার পূর্বে লায়ন্স ক্লাবের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি গভর্নর থাকাকালীন এক বছরে আড়াই হাজার ব্যাগ রক্ত জোগাড় করেছিলাম। কয়েকশ' মানুষকে চোখের অপারেশন করিয়ে নতুন জীবন দান করার চেষ্টা করেছি। রাজনীতিতে আসার পর দেখেছি, ওই একই কাজ করতে হচ্ছে আমাকে। অর্থাৎ মানুষের পাশে দাঁড়ানো, তাদের সুখ-দুঃখের কথা শোনা, প্রয়োজনে সহায়তার হাত বাড়িয়ে দেয়া। আমি এতোদিনে এইটুকু বুঝেছি, মানুষের সেবা করাটাই বড়ো রাজনীতি। আর আমি শহীদ জিয়ার দল বিএনপির রাজনীতি করি। যেই দল জনগণের কথা বোঝে ও শোনে। বিএনপি জনগণের দল বলেই মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনেও জনগণ এই আদর্শবান রাজনৈতিক দলকেই জনগণের সেবা করার সুযোগ দিবে ।
|আরো খবর
বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়ায় তারুণ্যের ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিংয়ের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের জন্যে এ আয়োজনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সংগঠক শামীম হাসানের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, জেলা যুবদলের সদস্য সোহেল খান, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, টুটুল পাটওয়ারী, মো. আলী মৃধা, পৌর যুবদল নেতা শাওন পাঠান, লায়ন হারুনের বড়ো ছেলে সাদমান অপূর্ব, বিএনপি নেতা সাগর মেম্বার, মনির হোসেন, আবু সায়েদ, আ. কাদির, মমিউর রহমান রিপন, তারুণ্যের ছোঁয়া ফাউন্ডেশনের উপদেষ্টা মামুন সর্দার প্রমুখ।
আলোচনা শেষে প্রধান অতিথি দিনব্যাপি এ ক্যাম্পেইন উদ্বোধন করেন।








