মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ২২:০৫

মহিলাদের কোরআন তালিমে হামলার প্রতিবাদে বালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক
মহিলাদের কোরআন তালিমে হামলার প্রতিবাদে বালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে মহিলাদের কোরআন তালিমে হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

সোমবার (৩ নভেম্বর ২০২৫) বিকেলে বিক্ষোভ মিছিলটি বালিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে ফরক্কাবাদ বাজার ও ডিগ্রি কলেজের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা সুলতান মাহমুদ। উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা দেলোয়ার, সেক্রেটারি মোহাম্মদ উল্যাহ, সহকারী সেক্রেটারি মাওলানা সোলায়মান মীর, শ্রমিক নেতা রাসেল মোল্লা, দপ্তর সম্পাদক হাফেজ শাহাদাৎ হোসাইন, জামায়াত নেতা খোরশেদ আলম, হাজী আ. হাই, কাউসার আলমসহ বিপুল নেতা-কর্মী।

বিক্ষোভ সমাবেশে চেয়ারম্যান প্রার্থী মাওলানা সুলতান মাহমুদ বলেন, সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নে রাজনৈতিক সম্প্রীতি বহুদিনের। সাবেক লীগ কর্মী নব্য যুবদল নামধারী সন্ত্রাসীরা আমাদের পর্দানশিন মা-বোনদের ওপর হামলা করে পরিকল্পিতভাবে রাজনৈতিক পরিবেশ ঘোলাটে করতে চায়। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করুন।

মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়