মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ২১:৫৪

নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান ফরিদগঞ্জে বিএনপির প্রার্থী লায়ন হারুনুর রশিদের

প্রবীর চক্রবর্তী
নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান ফরিদগঞ্জে বিএনপির প্রার্থী লায়ন হারুনুর রশিদের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ। সোমবার (৩ নভেম্বর ২০২৫) সন্ধ্যার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করেন। যার মধ্যে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনও রয়েছে। দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণার পর এক বার্তায় লায়ন মো. হারুনুর রশিদ ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের সব ধরনের আনন্দ মিছিল ও সমাবেশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, আমি ধানের শীষের লোক হিসেবে সর্বদা দলের ওপর বিশ্বাস ও আস্থা ছিলো। দল আমাকে মূল্যায়ন করেছে। এখন দায়িত্ব হলো সকল পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করা। তাই আসুন সকলে মিলে শহীদ জিয়ার প্রতীক, খালেদা জিয়ার প্রতীক ও তারেক রহমানের প্রতীক তথা জাতীয়তাবাদের আদর্শের প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করি।

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ১৭ বছরের কষ্টের ফসল ঘরে তোলার জন্যে আমরা প্রস্তুত। আমাদের কোনো বিভেদ থাকবে না, সকলে মিলে ফরিদগঞ্জে ধানের শীষের বিজয় নিশ্চিত করবো।

উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী বলেন, মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা থাকবে। কিন্তু আমরা আগেই বলেছি, ধানের শীষ যার, আমরা তার। আশা করছি, দলের সকল পর্যায়ের নেতা-কর্মীরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে এই আসনটি বিপুুল বিজয়ের মাধ্যমে উপহার দিয়ে ফরিদগঞ্জ যে বিএনপির ঘাঁটি তার প্রমাণ আবারো দিবে ইনশাআল্লাহ।

জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, আজ আনন্দে আমার বুক ফেটে যাচ্ছে। কষ্টের ফল যে মিষ্ট হয়, তার প্রমাণ আজ পেলাম। অবশ্যই নির্বাচনে ফলাফলেই তার প্রমাণ হবে।

পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এমএম টুটুল পাটওয়ারী বলেন, আজ থেকে দলে আর কোনো বিভেদ নেই। যারা বিএনপিকে ভালোবাসেন, তারা সকলে মিলে প্রতিটি ঘরে গিয়ে ধানের শীষের জন্যে ভোট চাইবেন।

পৌর বিএনপি নেতা মোহাম্মদ আলী মৃধা বলেন, আমরা আজ থেকে নতুন করে কাজ শুরু করবো। সড়কে নয়, ঘরে ঘরে গিয়ে বিএনপির ভোট ব্যাংককে আরো সুদৃঢ় করবো ইনশাআল্লাহ।

পৌর বিএনপি নেতা নাজিম উদ্দিন বলেন, কষ্টের দিন শেষ হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার মাধ্যমে।

বিএনপি নেতা সেলিম খান বলেন, লায়ন হারুন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, তিনি দল ও দেশের জন্যে কাজ করেছেন। মানুষের দোয়ায় ও তাঁর কর্মগুণে সৃষ্টিকর্তার অশেষ রহমতে দল আমাদের নেতাকে মূল্যায়ন করেছে, এজন্যে আমরা দলের প্রতি কৃতজ্ঞ।

ছাত্রদল নেতা হোসেন পাটওয়ারী ও আব্দুল গাফ্ফার বলেন, আমাদের পরিশ্রমের ফল লায়ন হারুনুর রশিদের মনোনয়ন প্রাপ্তি। আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় লাভের জন্য ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মী ঐক্যবদ্ধ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়