প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১৮:২৩
হাজীগন্জ-শাহরাস্তিতে আলোচনায় এলডিপির ড. মো. নেয়ামুল বশির
শিক্ষিত, সৎ ও উন্নয়নমনস্ক নেতৃত্বে নতুন ভরসা
শাহরাস্তি প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। ঘোষিত তালিকায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন এলডিপির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ড. মো. নেয়ামুল বশির।
দলীয় সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমের অনুমোদনে প্রকাশিত এই তালিকায় দেশের বিভিন্ন আসনে ৮৪ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
ড. নেয়ামুল বশির দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে সক্রিয় এবং এলডিপির নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স সম্পন্ন করে যুক্তরাষ্ট্র থেকে ব্যবসা প্রশাসনে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি কানাডা থেকে চার্টার্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেটর ও যুক্তরাজ্য থেকে ফেলো ফিনান্সিয়াল প্ল্যানার ডিগ্রিও অর্জন করেছেন। বর্তমানে তিনি দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান ডেনিম গ্রুপের চেয়ারম্যান হিসেবে শিল্প ও কর্মসংস্থান খাতে অবদান রেখে চলেছেন।
রাজনীতিতে ড. বশিরের যাত্রা শুরু ছাত্রজীবনে। নব্বইয়ের গণআন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন এবং এলডিপির জন্মলগ্ন থেকেই মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। বিএনপি নেতৃত্বাধীন জোটের আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন সামনের সারির সংগঠক। দলের কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা যেমন তাঁর ওপর অটুট, তেমনি তৃণমূলেও তিনি আলোচিত এক নাম।
চাঁদপুর-৫ আসনে তাঁর প্রার্থিতা ঘিরে স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে। হাজীগঞ্জ-শাহরাস্তি অঞ্চলের উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান, মাদকমুক্ত, দখলবাজিমুক্ত ও সেবামুখী রাজনীতি নিয়ে তাঁর পরিকল্পনার প্রচার স্থানীয় ভোটারদের আগ্রহ বাড়িয়েছে। স্থানীয় নেতারা বলছেন, “ড. নেয়ামুল বশিরের মতো শিক্ষিত, ক্লিন ইমেজ ও সৎ নেতৃত্বই পারে এ অঞ্চলের উন্নয়নের ধারা এগিয়ে নিতে।”
পারিবারিকভাবেও রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাঁর। দাদা ছিলেন ইউনিয়ন বোর্ডের নির্বাচিত প্রেসিডেন্ট, আর পিতা ছিলেন সরকারি কর্মকর্তা। এমন রাজনৈতিক ও প্রশাসনিক পরিবেশে বেড়ে ওঠা ড. বশির রাজনীতিকে দেখেন জনসেবার এক মহান দায়িত্ব হিসেবে।
ড. নেয়ামুল বশির 'জুলাই জাতীয় সনদ'-এর স্বাক্ষরকারী ৫০ জনের একজন এবং চাঁদপুর জেলার একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এই সুযোগ অর্জন করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই সনদে স্বাক্ষর করা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি ছিলো জাতীয় ঐক্যের প্রতীক। দেশের উন্নয়ন, গণতন্ত্র ও সুশাসনের প্রতি আমাদের অঙ্গীকারের বহিঃপ্রকাশ।”
আগামী নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক দল হিসেবে এলডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। চাঁদপুর-৫ আসনে ড. বশির সেই জোটের প্রার্থী হবেন বলে আশা করা হচ্ছে।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, “এই আসনের উন্নয়ন, কর্মসংস্থান ও শিক্ষায় টেকসই পরিবর্তন আনাই আমার লক্ষ্য।”








