বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১১:৪৫

পদ খোয়ালেন জামায়াতের সেই ইউনিয়ন আমীর

কামরুজ্জামান টুটুল
পদ খোয়ালেন জামায়াতের সেই ইউনিয়ন আমীর

তারেক রহমান ও রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করাকে কেন্দ্র করে হাজীগঞ্জের পালিশারাতে মারামারির ঘটনা ঘটে। এরপরেই ইউনিয়ন জামায়াতের পদ খোলালেন দলীয় সিদ্ধান্তে। পদ খোয়ানো হাফেজ ইলিয়াস হোসেন উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বিষয়টি চাঁদপুর কণ্ঠকে নিশ্চিত করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোজাম্মেল হোসেন পরান মজুমদার।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী জানান, তারেক রহমান ও রুমিন ফারহানার ছবি বিকৃতির বিষয়ে জানতে গেলে জামায়াত নেতারা অতর্কিত হামলা ও মারধর শুরু করেন। এতে আমাদের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন। এর মধ্যে ১৮ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

মোজাস্মেল হোসেন পরান মজুমদার জানান, এ ঘটনায় হাফেজ ইলিয়াছ তার ফেসবুকে একটি ছবি শেয়ার দেন। বিষয়টি আমাদের নজরে আসার সাথে সাথে সেই পোস্ট ডিলেট ও দুঃখ প্রকাশ করে একটি পোস্ট দেন ইলিয়াস হোসেন। এরপরেও শুক্রবার সকালে বিষয়টি মীমাংসার কথা বলে আমাদের লোকদেরকে হামলা করে বিএনপি নেতাকর্মীরা। ফেসবুকে যা ঘটেছে, তার জন্য ক্ষমা ও দুঃখ প্রকাশ করার পরও হামলার বিষয়টি দুঃখজনক।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন ইউনিযন জামায়াতের আমীর। এ ঘটনা গত বৃহস্পতিবারের। এ পোস্ট ঐ দিন রাতেই ডিলেট করে দুঃখ প্রকাশ করেন সেই জামায়াতের আমীর। পরের দিন শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) সকালে এ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে আর আহত হয়েছে কমপক্ষে ২৫ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়