প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৬
৩১ দফা বাস্তবায়ন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিকা' শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা
'সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন, জনগণের অধিকার নিশ্চিত করতে এই কর্মসূচি বাস্তবায়নের বিকল্প নেই'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্যে যে ৩১ দফা উপস্থাপন করেছেন তা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘৩১ দফা বাস্তবায়ন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা ট্যাক্সেস বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্বাস উদ্দিন।
|আরো খবর
সভায় বক্তব্য রাখেন পল্টন থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সংগ্রাম, ঢাকা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাফিজ, ছাত্রদলের সাবেক সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক মমিন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রিপন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইসমাইল তালুকদার খোকন, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন ভূঁইয়া, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য অ্যাডভোকেট নাহিদুল ইসলাম, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ মেহেদী হাসান চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ আমিন ও ঢাকা মহানগর যুবদলের সাবেক সদস্য মনোয়ার হোসেন খান মানিক।
সভায় বিভিন্ন পেশাজীবী, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সভায় অতিথিরা আশা প্রকাশ করেন যে, আলোচিত দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি মডেল নির্বাচন হিসেবে ইতিহাসে স্থান করে নেবে।