প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১১:০০
মতলবে ছাত্রদল নেতা শহীদ পাভেল হাসান রাব্বীর স্মরণে শোকসভা ও দোয়ানুষ্ঠান
বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করার আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে মতলবের রাব্বি : ড্যাব নেতা অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম

চাঁদপুর জেলা বিএনপির সদস্য, ড্যাব ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেছেন, বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করার আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে মতলবের পাভেল হাসান রাব্বি। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে মতলবের ঘুমন্ত রাজনীতিকে জাগ্রত করার জন্যে কাজ করেছি। সকলের রক্তচক্ষুকে উপেক্ষা করে মতলবে বিভিন্ন প্রোগ্রাম করেছি। মতলবের মাটি বিএনপির ঘাঁটি। কেউ যখন রাজপথে ছিলো না, তখন ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপির হয়ে রাজপথে ছিলাম, আছি, থাকবো। পাভেল হাসান রাব্বী আমার ও বিএনপির একনিষ্ঠ কর্মী ছিলেন। পাভেল রাব্বী আমাদের গর্ব, অহংকার। তার আত্মার মাগফেরাত কামনা করছি।
শনিবার (১৯ জুলাই ২০২৫) বেলা ১২টায় টিএন্ডটি বিএনপি কার্যালয়ের সম্মুখে ছাত্রদল নেতা পাভেল হাসান রাব্বীর স্মরণে শোকসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের প্রতিষ্ঠাতা মেজবাহউদ্দিন মেজুর সভাপতিত্বে এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম মিয়াজি ও সদস্য সচিব মো. শাহাদাত হোসেন অভির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শহীদ পাভেল হাসান রাব্বির পিতা বাবুল হোসেন পাটোয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মো. জাকির হোসেন, ছেঙ্গারচর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কবির সরকার, পৌর বিএনপির সহ-সভাপতি মো. মনির হোসেন ফরাজী, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. ইদ্রিস সরকার মুন্না, সাবেক ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মিছিলে মিছিলে স্মরণসভায় যোগদান করেন মেজবাহউদ্দিন মেজু, মনির হোসেন ফরাজী, আলমগীর হোসেন মোল্লা, শাহাদাত হোসেন অভি, আ. মতিন মেম্বার, ইসমাইল হোসেন, উজ্জ্বল প্রধান, মানিক, শরিফ, ইব্রাহীম, বিল্লাল, মূসা, মোহাম্মদ রাজা মোমেন, আমিনুল, ইলিয়াস মিয়াজী, আবু জাফর জজ, আলমগীর হোসেন, মানিক, খোরশেদ আলম, লিয়াকত, জাহাঙ্গীর প্রধান, মোহাম্মদ মামুন ও মো. রনি প্রধান। মতলব উত্তর থেকে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন তৌফিক আজিম মিশু, সংগ্রাম, মেহেদী হাসান, হাবিবুর রহমান, খোরশেদ মাস্টার, দুলাল মিয়াজি, মতলব কলেজ ছাত্রদল নেতা রাজা ফয়সাল, মূসা প্রমুখ।
পরে একটি বিক্ষোভ মিছিল টিএন্ডটি এলাকা থেকে শুরু হয়ে মতলব শহর প্রদক্ষিণ করে এনএএম টাওয়ারের সমানে সমাপ্ত হয়।