প্রকাশ : ২৮ মে ২০২৫, ১০:১৯
ঢাকায় তারুণ্য সমাবেশ : চাঁদপুর থেকে রওনা দিয়েছে বিএনপি নেতা-কর্মীরা

ঢাকায় আজকের ‘তারুণ্যের সমাবেশ’ ঘিরে চাঁদপুর থেকে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে বিশাল শোডাউনের আয়োজন করা হয়েছে। সমাবেশে যোগ দিতে হাজার হাজার নেতাকর্মী দলে দলে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। বুধবার (২৮ মে ২০২৫) সকাল পৌনে নয়টায় চাঁদপুর লঞ্চঘাট থেকে বিএনপির তিন অঙ্গ-সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা কর্মীদের নিয়ে টাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এমভি ঈগল-৩ ও এমভি সোনার তরী- ১ রিজার্ভ করা এদুটি লঞ্চ।
|আরো খবর
চাঁদপুর জেলা হতে বিএনপির এই বিশাল নেতা কর্মীর বহরের সাথে রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড.সলিম উল্যাহ সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান,খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাড. হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির আহবায়ক শাহজালাল মিশন, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আ. কাদির বেপারি, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী,হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক,
জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড.নুরুল আমিন আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মাসুদ মাঝি,সদস্য সচিব শামসুল আরেফিন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামছুল আলম সূর্য,জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী,সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারীসহ চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
বেলা বারোটায় চাঁদপুরের নেতাকর্মীদের বহন করা লঞ্চ দুটি ঢাকা সদর ঘাট গিয়ে পৌঁছাবে। সেখান থেকে চাঁদপুর জেলার ব্যানার নিয়ে জাতীয় ও দলীয় পতাকা হাতে হাজার হাজার নেতাকর্মী ঢাকার রাজপথে মিছিল করে নয়াপল্টনের সমাবেশে সমবেত হবেন।
বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠেয় সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দিবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে চলমান ‘ঘোলাটে’ রাজনৈতিক পরিস্থিতিতে তিনি নির্দেশনামূলক বক্তব্য দিবেন এবং জাতীয় নির্বাচন নিয়ে দলীয় অবস্থান আবারও পুনর্ব্যক্ত করবেন।