রবিবার, ১০ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৮:৩৬

ফ্রান্সে আন্তর্জাতিক বই মেলায় প্রবাসী কবি লেখকদের মিলন মেলা

জমির হোসেন
ফ্রান্সে আন্তর্জাতিক বই মেলায় প্রবাসী কবি লেখকদের মিলন মেলা

এই প্রথমবারের মতো চলতি মাসের ১৬ আগস্ট বহুল প্রত্যাশিত প্যারিস টাইমের উদ্যোগে আন্তর্জাতিক বই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে প্যারিসে। ব্যাপক আয়োজনে ইউরোপে বসবাসরত কবি-লেখকদের সাহিত্য চর্চার অনুপ্রেরণা হিসেবে লেখকদের মিলন মেলা হবে মনে করেন আয়োজক প্যারিস টাইম।

জানা গেছে, ইতোমধ্যে আয়োজনের বেশির ভাগ প্রশাসনিক কাজ সম্পন্ন হয়েছে। ইউরোপ-আমেরিকায় বসবাসরত যে সকল লেখক রয়েছেন তাদের নিজেদের বইসহ মেলায় উপস্থিত থাকতে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে আহ্বান করা হয়। চলতি মাসের ১৬ তারিখের আগে এই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে অনুরোধ জানানো হয়। প্যারিসে এবারই প্রথমবারের মত কোনো বই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথমবারের আয়োজনের ধারাবাহিকতায় আগামীতে আরও বড় পরিসরে এবং মেলার দিন বৃদ্ধিসহ ভিন্ন পরিকল্পনা করেছেন আয়োজক। তাই ইউরোপ-আমেরিকা এবং যুক্তরাজ্যের যে কোনো লেখকের বই নিয়ে হাজির হতে উদাত্ত আহ্বান জানানো হয়।

এ বিষয়ে ইউরোপের বৃহৎ সংগঠন অল ইউরোপীয়ান অ্যাসোসিয়েশন (আয়েবা) মহাসচিব ও প্যারিস টাইমের প্রকাশক ও প্রধান উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহ বলেন, আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি, প্রথমবারের মতো ইউরোপে এই আন্তর্জাতিক বই মেলার উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এই মেলা বাংলা ভাষাভাষীদের জন্যে মিলন মেলায় পরিণত হবে। দু দিনের প্রোগ্রামে প্রথম দিন বই মেলা পরের দিন সাংস্কৃতিক অনুষ্ঠান। সুতরাং একই সংগঠনের মাধ্যমে দুটি অনুষ্ঠান হতে যাচ্ছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য গণমাধ্যমের কাছে তুলে ধরেন।

প্যারিস টাইমের সম্পাদক সালাহ উদ্দিন খোকন বলেন, আমি বই মেলার আয়োজনে দায়িত্ব পালন করবো। আয়েবা সহ-সভাপতি ফখরুল আকম সেলিম বলেন, এটি নিঃসন্দেহে একটি ভাল উদ্যোগ, দুদিনব্যাপী বই মেলায় বিশ্বকে ধারণ করবে। পাশাপাশি বিশ্বের জ্ঞানীগুণী ব্যক্তিদের নিদর্শন এই আয়োজনের মাধ্যমে দেখতে পারি এবং জানতেও পারি। তিনি অ্যাসোসিয়েশনের সবাইকে ধন্যবাদ জানান এই আয়োজনে জন্যে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়