প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ২২:০৫
আগুনে পুড়লো ব্যবসায়ীর স্বপ্ন

ফরিদগঞ্জে আগুনে পুড়ে গেছে রায়হান ফ্যাশন হাউজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান। শুক্রবার (৮ আগস্ট ২০২৫) রাতে রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারের এ ঘটনায় কাউসার হোসেন রায়হান নামে ওই ব্যবসায়ীর ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সংসার চালানোর একমাত্র মাধ্যম দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় দিশেহারা তিনি।
|আরো খবর
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সারাদিন ব্যবসার কাজ শেষে রাত ১০টায় দোকানের মালিক সার্টার বন্ধ করে বাসায় চলে যান। রাত ১২টার দিকে দোকানের ভেতরে আগুনের সূত্রপাত হয়। আগুন জ্বলতে দেখে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের সময় স্থানীয় এলাকাবাসীসহ ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
প্রতিবেশী ব্যবসায়ী মো. সিহাব হোসেন বলেন, রাতে আগুন লাগার পর আমি কাউসার হোসেন রায়হানকে খবর দেই। কীভাবে আগুন লেগেছে, তা বলতে পারবো না। দোকানের স্বত্বাধিকারী কাউসার হোসেন রায়হান জানান, ডেকোরেশনসহ প্রায় ৩০ লাখ টাকা খরচ করে আমি এ ব্যবসা করছি। পরিবার নিয়ে ভালোই চলছিলাম। স্বপ্ন ছিলো, ব্যবসা প্রতিষ্ঠানটি দিয়ে অনেক ভালো কিছু করবো। এখন সব পুড়ে গেলো। কিন্তু কী থেকে কী হয়ে গেলো বলতে পারলাম না! কীভাবে আগুন লেগেছে, তাও নিশ্চিত হতে পারিনি। প্রতিদিনের ন্যায় রাত ১০টার সময় আমি দোকান বন্ধ করে বাসায় চলে যাই। পরে খবর পাই আমার দোকানে আগুন লেগেছে। এসে দেখি দোকানের ভেতরে থাকা সব মালামাল পুড়ে গেছে। এতে আমার ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। দোকানে নগদ ৩ লাখ টাকা ছিলো, তাও পাইনি।