শনিবার, ০৯ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১৮:১৬

মতলবে নারীকল্যাণ সমিতির বৃক্ষরোপণ ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে নারীকল্যাণ সমিতির বৃক্ষরোপণ ও  কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
মতলবে নারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএনও মো. আমজাদ হোসেন।

মতলব দক্ষিণ উপজেলায় ছালেমা আইরিন নারীকল্যাণ সমিতির আয়োজনে বৃক্ষরোপণ ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) দুপুরে পৌরসভার চরমুকুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা আক্তারের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক নাছিমা বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুন নাহার। এছাড়াও বক্তব্য রাখেন চরমুকুন্দি কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. কবির খান, কোষাধ্যক্ষ মতিন প্রধান, ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মো. ফয়সাল খন্দকার, সহকারী শিক্ষক স্বপ্না আক্তার, শেফালী আক্তার, রুবিনা আক্তার প্রমুখ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, বিদ্যালয়ের অভিভাবকগণ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়