প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ২১:১২
বিল্লাল হোসেন কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি
কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি (ভারপ্রাপ্ত) হিসেবে মো. বিল্লাল হোসেন নির্বাচিত হয়েছেন। রোববার (১৯ জানুয়ারি ২০২৫) উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির সভা সমিতির সদস্য মো. সাইফুর রহমান বাহাদুরের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু সামীমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতি (ভারপ্রাপ্ত) হিসেবে মো. বিল্লাল হোসেন মজুমদারকে নির্বাচিত করা হয়। সম্প্রতি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জাবের মিয়া ও সহ-সভাপতি মো. নজরুল ইসলাম পদত্যাগ করায় তাদের পদ শূন্য হয়। কো-অপ্ট সদস্য হিসেবে করইশ পশ্চিমপাড়া কৃষক সমবায় সমিতির সভাপতি মো. বিল্লাল হোসেন মজুমদারকে ব্যবস্থাপনা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।
|আরো খবর
এক প্রতিক্রিয়ায় নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি (ভারপ্রাপ্ত) মো. বিল্লাল হোসেন মজুমদার জানান, ঐতিহ্যবাহী কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের অনাদায়ী ঋণ সংগ্রহ ও সমিতির সম্পদ রক্ষণাবেক্ষণ করে একটি আদর্শ কেন্দ্রীয় সমবায় সমিতি গড়তে সকল সদস্যের সহযোগিতা কামনা করছি।