সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ২১:১২

বিল্লাল হোসেন কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি

বিশেষ প্রতিনিধি
বিল্লাল হোসেন কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির  ভারপ্রাপ্ত সভাপতি
ভারপ্রাপ্ত সভাপতি মো. বিল্লাল হোসেন মজুমদার।-ফাইল ছবি।

কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি (ভারপ্রাপ্ত) হিসেবে মো. বিল্লাল হোসেন নির্বাচিত হয়েছেন। রোববার (১৯ জানুয়ারি ২০২৫) উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির সভা সমিতির সদস্য মো. সাইফুর রহমান বাহাদুরের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু সামীমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতি (ভারপ্রাপ্ত) হিসেবে মো. বিল্লাল হোসেন মজুমদারকে নির্বাচিত করা হয়। সম্প্রতি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জাবের মিয়া ও সহ-সভাপতি মো. নজরুল ইসলাম পদত্যাগ করায় তাদের পদ শূন্য হয়। কো-অপ্ট সদস্য হিসেবে করইশ পশ্চিমপাড়া কৃষক সমবায় সমিতির সভাপতি মো. বিল্লাল হোসেন মজুমদারকে ব্যবস্থাপনা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।

এক প্রতিক্রিয়ায় নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি (ভারপ্রাপ্ত) মো. বিল্লাল হোসেন মজুমদার জানান, ঐতিহ্যবাহী কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের অনাদায়ী ঋণ সংগ্রহ ও সমিতির সম্পদ রক্ষণাবেক্ষণ করে একটি আদর্শ কেন্দ্রীয় সমবায় সমিতি গড়তে সকল সদস্যের সহযোগিতা কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়