রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলা, আহত ২০

রক্তাক্ত প্রতিবাদ

প্রতিবেদক: মো: জাকির হোসেন
রক্তাক্ত প্রতিবাদ
ছবি : সংগৃহীত

বাগেরহাটের মোল্লাহাটে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর গাড়িবহরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। খুলনা থেকে ঢাকায় ‘মার্চ ফর ইউনিটি’-তে যোগ দিতে আসা শিক্ষার্থীদের গাড়িবহর লক্ষ্য করে এ হামলা চালানো হয়। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই আক্রমণে জড়িত।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে আন্দোলনের সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন এ তথ্য নিশ্চিত করেন। হামলার সময় এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বাস থামিয়ে হামলা :

জানা গেছে, খুলনা থেকে ২৫টি বাস ঢাকার উদ্দেশে যাত্রা করেছিল। বাগেরহাটের মোল্লাহাট মাদরাসাঘাট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা বাস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়।

শিক্ষার্থীদের প্রতিরোধ :

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হামলার শিকার হওয়া শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শান্তিপূর্ণ যাত্রায় বাধা :

আন্দোলনের খুলনা সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, “খুলনা থেকে আমাদের গাড়িবহর শান্তিপূর্ণভাবে ঢাকার উদ্দেশে যাত্রা করছিল। পথে সন্ত্রাসী হামলার শিকার হতে হয়। অনেকে আহত হয়েছেন। ফ্যাসিবাদী শক্তির দোসররা এই আক্রমণ চালিয়েছে।”

ঐক্যের বার্তা নিয়ে ‘মার্চ ফর ইউনিটি :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১টায় এক সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকার শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি পালিত হবে। দেশের ঐক্যের প্রতীক হিসেবে এই কর্মসূচি বিশেষ গুরুত্ব বহন করছে।

সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন :

হামলার পেছনে কারা জড়িত এবং কীভাবে এত বড় ঘটনা ঘটল, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আন্দোলনের পক্ষ থেকে হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন আন্দোলনের নেতারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়