রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৪:১৬

মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতিসহ ৫৯ নেতা-কর্মী

চৌধুরী ইয়াসিন ইকরাম
মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতিসহ ৫৯ নেতা-কর্মী

চাঁদপুর শহরে পুলিশের দায়ের করা মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ ৫৯ নেতা-কর্মী। মঙ্গলবার (৩১ ডিসেম্বর ২০২৪) দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলমের আদালতে আসামী পক্ষের আইনজীবীরা এ মামলা থেকে অব্যাহতি চাইলে আদালত মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, চাঁদপুর মডেল থানার জিআর ৮৪৪/২২ মামলায় এসআই রাশেদুজ্জামান বাদী হয়ে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদআহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. সলিমুল্লাহ সেলিম সহ যুবদল ও ছাত্রদল এবং বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকতা নজরুল ইসলাম আসামিদের বিরুদ্ধে ৩১-৩-২৪ তারিখে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলার বাদী ফ্যাসিবাদী নেতা-কর্মীদের নির্দেশেই বিএনপি নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা করেন। নেতা-কর্মীদের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, পিপি কুহিনুর রশিদসহ সরকারি আইন কর্মকর্তা ও সিনিয়র আইনজীবীগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়