শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ২১:২৩

চাঁদপুরে ইসলামী যুব আন্দোলনের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন

ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে এদেশে রাজনীতি করা যাবে না : কেন্দ্রীয় সভাপতি মাওঃ মুহাম্মদ নেছার উদ্দিন

ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে এদেশে রাজনীতি করা যাবে না : কেন্দ্রীয় সভাপতি মাওঃ মুহাম্মদ নেছার উদ্দিন
ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে এদেশে রাজনীতি করা যাবে না : কেন্দ্রীয় সভাপতি মাওঃ মুহাম্মদ নেছার উদ্দিন
অনলাইন ডেস্ক

'আদর্শবান যুবকরা জাগলে বাংলাদেশ জাগবে' এই স্লোগানে চাঁদপুরে ইসলামী যুব আন্দোলনের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বিপণীবাগ পার্টি সেন্টারে এই প্রতিনিধি সম্মেলন আয়োজন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন।

তিনি বলেন, দীর্ঘ জুলুম নির্যাতনের পর আমরা একটি স্বৈরাচারী খোলস থেকে মুক্ত হতে পেরেছি। স্বৈরাচারী সরকারের আমলে আমরা কথা বলতে পারতাম না, স্বাধীনভাবে চলতে পারতাম না। ছাত্র যুবকদের আন্দোলনের ফলেই স্বৈরাচারী সরকার পালিয়েছে। তবে এখনো দেশবিরোধী চক্রান্ত বন্ধ হয়নি। এখন আমাদের ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। দেশের মানুষ যেনো আর অধিকার বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ইসলামী আন্দোলন একটি গণমানুষের সংগঠন। এদেশের গণমানুষের অধিকার আদায়ের জন্যে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা কাজ করে যাচ্ছে এবং যাবে। তাই ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে এদেশে রাজনীতি হবে না।

তিনি বলেন, জনগণের মনের ভাব বুঝতে হবে, মনের ভাষা বুঝতে হবে। আমরা টেন্ডারবাজ, চাঁদাবাজ চাই না। আমরা দু'বেলা দু'মুঠো ভাত কীভাবে খেতে হয় সেটা চাই। এর বেশি কিছু চাই না। শেখ হাসিনা কীভাবে পালিয়েছে সেটা মনে রাখবেন বলে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, খবরদার, কোনো রাজনৈতিক দল যদি উস্কানি দেয়, কোনো ক্ষতি করার চেষ্টা করেন, মনে রাখবেন কাউকে আর ছাড় দেয়া হবে না।

তিনি দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসলামী যুব আন্দোলনের প্রতি মানুষের বিশ্বাস আছে। তাই এখন বসে না থেকে সেটাকে ছড়িয়ে দিন মানুষের মাঝে। মনে রাখবেন শক্তিকে সবাই মর্যাদা করে। ইসলামী যুব আন্দোলন এখন একটি শক্তিশালী ইসলামী সংগঠন। আমাদের এই শক্তি দুনিয়াবী কোনো অপশক্তির কাছে মাথা নত করবো না। অন্যায়কে দমন ও প্রতিহত করার জন্যে ইসলামী শক্তির দরকার আছে। ঘৃণার চোখে নয়, আস্থা ও ভালোবাসার সঙ্গে কাজ করে সফলতা অর্জন করতে চাই। তিনি আগামী নির্বাচনে একটি কার্যকর ভূমিকা পালন করার লক্ষ্যে এখন থেকেই কাজ করার জন্যে নেতা-কর্মীদের উদ্বুদ্ধ করেন।

ইসলামী যুব আন্দোলনের চাঁদপুর জেলা সভাপতি মুফতি ইমরান হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ নেয়ামত উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার শেখ মারুফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ ইলিয়াস হাসান, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক একেএম আব্দুজ জাহের আরিফী, চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদ সানী, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা হেলাল আহমাদ। আরো বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের জেলা সহ-সভাপতি মাওলানা আলাউদ্দিন জামালী, চাঁদপুর সদর উপজেলা যুব আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ হাবিবুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা নুরুল্লাহ, মতলব দক্ষিণ উপজেলা সভাপতি মাওলানা মাঈনুদ্দিন, চাঁদপুর পৌর শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাইফ, হাইমচর উপজেলা সহ-সভাপতি মাওলানা শরীফ মোঃ মাছুম বিল্লাহ প্রমুখ।

প্রতিনিধি সম্মেলনে ইসলামী যুব আন্দোলনের ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

চাঁদপুরে ইসলামী যুব আন্দোলনের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়