রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ২০:৪৯

চাঁদপুরের সরকারি আইন কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময়কালে শেখ ফরিদ আহমেদ মানিক

কিশোর গ্যাংয়ের জামিনের ক্ষেত্রে কোনো ছাড় না দেয়ার অনুরোধ

আদালত প্রতিবেদক
কিশোর গ্যাংয়ের জামিনের ক্ষেত্রে কোনো  ছাড় না দেয়ার অনুরোধ
জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন চাঁদপুর জেলা জজ আদালতের নবনিযুক্ত পিপি, স্পেশাল পিপি, জিপি, জিপি (ভিপি), এপিপি ও এজিপিরা

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা ও দায়রা জজ আদালতের নবনিযুক্ত পিপি, জিপি, স্পেশাল পিপি ও সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি)গণ।

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে সরকারি এই কৌঁসুলিগণ জেলা বিএনপির সভাপতির সাথে শুভেচ্ছা বিনিময়কালে আদালতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় শেখ ফরিদ আহমেদ মানিক সরকারি আইন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আসামীদের জামিনে বিরোধিতা করার জন্যেই সরকারি আইন কমকর্তা। ছাত্র-জনতার চাহিদা অনুযায়ীই কাজ করতে হবে। আমরা চাই নতুন দিগন্ত উন্মোচন হোক। কিশোর গ্যাংয়ের জামিনের ক্ষেত্রে কোনো মতে ছাড় দেয়া যাবে না এটাই আপনাদের কাছে আমার অনুরোধ।

চাঁদপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম. রফিকুল হাসান রীপনের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, যুগ্ম সম্পাদক সেলিমুস সালাম, আকতার হোসেন মাঝি, সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ শামসুল ইসলাম মন্টু ও সহ-সভাপতি ডিএম শাহজাহান। বক্তব্য রাখেন জেলা জজ আদালতের পিপি অ্যাডঃ কুহিনূর বেগম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুরের সাবেক সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, স্পেশাল পিপি (নারী শিশু আদালত) অ্যাডঃ শিরীন সুলতানা মুক্তা, সিনিয়র আইনজীবী ও সরকারি আইন কমকর্তা অ্যাডঃ তোফাজ্জল হোসেন, অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল, অ্যাডঃ আব্দুল্লা হিল বাকী, অ্যাডঃ জসিম মেহেদী, অ্যাডঃ আক্তার হোসেন, অ্যাডঃ আলম খান মঞ্জু প্রমুখ। এ সময় জেলা জজ আদালতের অন্য সরকারি আইন কমকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়