প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ১৯:১১
বিএনপির ৯ নেতাকর্মি গ্রেফতার : জেলা বিএনপির নিন্দা, প্রতিবাদ ও ভোট বর্জনের আহবান
হাইমচর উপজেলা বিএনপির ৯ জন নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে হাইমচর থানা পুলিশ তাদের আটক করে বৃহস্পতিবার নতুন মামলায় আদালতে প্রেরণ করেন।
|আরো খবর
বিষয়টি নিশ্চিত করে হাইমচর থানার ওসি জানান,বিএনপির বিভিন্ন পদধারী নয় জনকে এক সাথে জড়ো অবস্থায় আটক করা হয়। তাদের কাছ থেকে নির্বাচন বিরোধী লিফলেট,প্লে কার্ড এবং লাঠি পাওয়া গেছে। পরে নাশকতার বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করার পর আসামিদের আদালতে প্রেরণ করা হয়।
আটকৃতরা হলেন- হাইমচর উপজেলা বিএনপি সদস্য আক্তার হোসেন মিলন, সাবেক সদস্য সাইফুল ইসলাম,যুবদল নেতা মোঃ জুয়েল মিজি, ২ নং আলগী উত্তর ইউনিয়ন যুবদলের সদস্য মোঃ জুয়েল হোসাইন, ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সদস্য মোঃ দুলাল বেপারী,যুবদল ওয়ার্ড যুগ্ম সম্পাদক আল আমিন,হাইমচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আশিকুর রহমান, ২ নং আলগী উত্তর ইউনিয়ন ছাত্রদল সদস্য হোসেন ছৈয়াল উপজেলা কৃষকদল যুগ্ম সম্পাদক মোঃ জাকির হোসেন।
এদিকে, হাইমচরের নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের
নিঃশর্ত মুক্তি দাবি করেছেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম।
তিনি এক বিবৃতিতে অবৈধ নির্বাচন তফসিল বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনেরও দাবি জানান।
অ্যাডঃ সেলিম বলেন,বিএনপি ঘোষিত সকল কর্মসূচি চাঁদপুরের নেতাকর্মীবৃন্দ শান্তিপূর্ণভাবে পালন করে আসছে।
চাঁদপুর জেলা বাসিকে ৭ তারিখের অবৈধ নির্বাচনে ভোট না দেয়া ও ভোটকেন্দ্রে না যাওয়ার আহবান জানাচ্ছি।
তিনি আরো বলেন,
এই অবৈধ নির্বাচন আওয়ামী লীগের নিজেদের নির্বাচন। এই নির্বাচনে জনগণ কোন অবস্থাতেই ভোট দিতে যাবে না এবং এই তথাকথিত ভোট প্রত্যাখ্যান করে সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানাবে।
তিনি জনগণকে নির্বাচন বর্জন ও বিএনপি কর্মসূচি শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়া জন্য নেতা কর্মী সমর্থক ও সর্বস্তরের জনগণকে আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের এই নেতা।