প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ২২:০৬
মতলব উত্তরের সাদুল্লাপুরে নৌকার পক্ষে মহিলা আওয়ামী লীগের উঠান বৈঠক
চাঁদপুর-২ আসনের (মতলব উত্তর-দক্ষিণ) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পক্ষে ৩নং সাদুল্যাপুর ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) ইউনিয়নের বেলতলি এলাকায় মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন- নৌকা প্রতীকের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সহধর্মিণী এবং মতলব উত্তর-দক্ষিণ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা পারভীন চৌধুরী রীনা। তিনি বলেন, আমার ছেলে প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দীপু আপনাদের মতলবকে এতো ভালোবেসে গেছে যেটা আমরা কখনো বুঝিনি। আপনারাও তাকে অনেক ভালোবেসেছেন। তিনি আরো বলেন, আপনারা জানেন কোন জনপ্রতিনিধি যদি যোগ্য প্রার্থী না হয়, তবে কোন এলাকার উন্নয়ন হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য প্রার্থী হিসেবে মায়া চৌধুরীকে বাছাই করেই আপনাদের কাছে পাঠিয়েছেন। তাই আপনাদের কাছে দোয়া চাই, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আপনাদের নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
প্রধান বক্তার বক্তব্যে দেন- চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জ্যেষ্ঠ পুত্র প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর সহধর্মিণী সুবর্ণা চৌধুরী বীণা।
বীনা চৌধুরী বলেন, আপনারা জানেন মায়া চৌধুরী যখনই এই এলাকার জনপ্রতিনিধি ছিলেন, তিনি তখন ব্যাপক কাজ করেছেন। কিন্তু কিছু কাজ উনার অসমাপ্ত ছিল, তিনি সেগুলো শেষ করে যেতে পারেনি। ইনশা আল্লাহ, আগামী নির্বাচনে জয়ী হলে তিনি সেই অসমাপ্ত কাজগুলো শেষ করতে পারবেন। তিনি বলেন, আমার স্বামী প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরীর দীপুর মতলব নিয়ে অনেক পরিকল্পনা ছিল। তার বাবা মায়া চৌধুরী এমপি হলে, মন্ত্রী হলে তাকে নিয়ে এলাকার উন্নয়ন করবে। আল্লাহর ডাকে দীপু চলে গেছেন। আর তাই, তার স্বপ্ন পূরন করা আমাদের দায়িত্ব। নির্বাচনে মায়া চৌধুরী নির্বাচিত হলে ছেলের স্বপ্ন পূরণের পাশাপাশি আপনাদের সব স্বপ্ন-চাওয়া-পাওয়ায় পূরণ করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিসেস নাসরীন হক, বক্তব্য দেন- মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ, সাধারণ সম্পাদক লাভলী চৌধুরী, অর্থ বিষয়ক সম্পাদক আসমা আক্তার খুকি, ছেংগারচর পৌর মহিলা আওয়ামী লীগ এর সভাপতি মিলাতুননেছা মিলি, সাধারণ সম্পাদক শিউলী বেগম ও মোহনপুর ইউনিয়নের সংরক্ষিত ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য জুলেখা বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি আমেনা জসিম ও সঞ্চালনা করেন সাদুল্যাপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রোকেয়া আক্তার।