শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৮

মোহনপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি সুর্বণা চৌধুরী বীণা

প্রয়াত দিপু চৌধুরীর জন্য দোয়া

মাহবুব আলম লাভলু
মোহনপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি সুর্বণা চৌধুরী বীণা

মতলব উত্তরের ঐতিহ্যবাহী দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সুর্বনা চৌধুরী বীণা। এ বিদ্যালয়ের সভাপতি ছিলেন প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপু। তার মৃত্যুতে সভাপতি পদটি শূন্য হলে তার স্থলাভিষিক্ত হলেন তারই সহধর্মিনী সুবর্ণা চৌধুরী বীনা। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক সভাপতি প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও চাঁদপুর -২ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরীর সহধর্মিণী ও মতলব উত্তর -দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা পারভীন চৌধুরী রীনা। তিনি বলেন, আমার ছেলে দিপু চৌধুরী এই বিদয়ালয়ের পরিচালানা কমিটির সভাপতি ছিল। কোন কথাবার্তা বা আচার আচরনে কেউ কষ্ট পেয়ে থাকলে তাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সাজেদুল হোসেন চৌধুরীর সহধর্মিণী সুর্বণা চৌধুরী বীনার সভাপতিত্ত্বে ও সহকারী শিক্ষিক মন্টু কুমার মন্ডলের পরিচালনায় আরো বক্তব্য দেন- সিনিয়র শিক্ষিক শাহজাহান মিয়া, পার্বতী রানী ভৌমিক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কাইছার আহাম্মদ, মহিলা সদস্য মনোয়ারা বেগম। পরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ মিলে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে সাবেক সভাপতি প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরীর সহধর্মিণী ও চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক সুর্বনা চৌধুরী বীনাকে সভাপতি নির্বাচিত করে । এসময় বীণা চৌধুরী বলেন, আমার স্বামী জীবনদশায় যতটুকু সম্ভব এই বিদ্যালয়ের উন্নয়ন করেছে। আপনারা আমাকে সভাপতি নির্বাচিত করে ঋনি করে দিলেন। আমি চেষ্টা করবো স্বামীর অসমাপ্ত কাজগুলো সমাধান করে তার স্বপ্ন পূরন করবো। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা রেজাউল চৌধুরী অপু, ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাদেশ্যাম সাহা চান্দু, প্রধান শিক্ষক আবুবকর সিদ্দিক, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হাওলাদার, যুবলীগ নেতা মহিবুল হক চৌধুরী সুমিতসহ ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়