শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১৯:১০

চাঁদপুরে ভারতী নির্বাচন কমিশনের মহাপরিচালকের ভোটকেন্দ্র পরিদর্শন

স্মার্ট প্রযুক্তির কারণে ভোট দেয়া সহজ হয়েছে

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
স্মার্ট প্রযুক্তির কারণে ভোট দেয়া সহজ হয়েছে

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুরের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন ভারতের নির্বাচন কমিশনের মহাপরিচালক নারায়ন বালা শুব্রমনিয়ান। ৭ জানুয়ারি নির্বাচনের দিন সকালে চাঁদপুর-৩ সদর আসনের চাঁদপুর সরকারি কলেজ, বাবুরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্র, সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র ও ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রসহ বেশ ক'টি কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট, সংবাদকর্মী ও ভোটারদের সাথে কথা বলেন। পাশাপাশি নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি এ সময় ভোট কেন্দ্রের বিভিন্ন বিষয়ে জানতে চান। সকলের মাঝে একটাই কথা ছিলো ‘স্মার্ট প্রযুক্তির কারণে ভোট দেয়া সহজ হয়েছে’। আর তাই কোনো ভোট কেন্দ্রেই ভোটারদের ভিড় লক্ষ্য করা যায়নি। কারণ সবচে দ্রুততম সময়ে ভোটরদের ভোট দেয়া হচ্ছে। কোনো ভোটার তার ভোটার তথ্য সহজেই খুঁজে পাচ্ছেন। এতে করে ভোগান্তি হচ্ছে না। তিনি এ বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

পর্যবেক্ষণকালে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকতসহ অনেকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়