প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৮:১৯
যারা প্রকৃত আওয়ামী লীগ তারা কখনই নৌকার বাইরে যেতে পারে না : মুহম্মদ শফিকুর রহমান
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচন জাতির জন্যে গুরুত্বপূর্ণ। তাই নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ী হতে হবে। বঙ্গবন্ধুর প্রতীক নৌকা, শেখ হাসিনার প্রতিক নৌকা। এর বাইরে কোনো প্রতীক নেই। যারা নৌকার বাইরে অন্য প্রতীক নিয়ে কথা বলে তারা বোকার স্বর্গে বাস করছেন। কারণ যারা প্রকৃত আওয়ামী লীগ তারা কখনই নৌকার বাইরে যেতে পারে না। আজকের এই সভাও তার প্রমাণ দেয়। তাই আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আপনারা নৌকার বিজয়কে নিশ্চিত করতে মাঠে ঝাঁপিয়ে পড়ুন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন নৌকার পাশাপাশি ড্যামি প্রার্থী কথা বলেছেন। তাই ড্যামি নিয়ে আমাদের কোনো কথা নেই। সময় হলেই তারা নিস্তেজ হয়ে পড়বে।
|আরো খবর
রোববার ২৪ ডিসেম্বর বিকেলে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও সদস্য সচিব আমির আজম রেজার পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জসিম পাটওয়ারী, প্রবীণ আওয়ামী লীগ নেতা শেখ মোঃ আব্দুর রব, নুরুল ইসলাম জমাদার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম, আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার, সাবেক পৌর মেয়র মাহফুজুল হক, সাবেক জেলা পরিষদ সদস্য জোবেদা মজুমদার, সাইফুল ইসলাম রিপন, হাজী কামরুল হাসান সাউদ, আকর হোসেন মনির, অ্যাডঃ মাহবুব আলম, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকী বিল্লাহ সোহাগ প্রমুখ।
এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে মুহম্মদ শফিকুর রহমান ১১০ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির নাম ঘোষণা করেন। এতে আহ্বায়ক হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সদস্য সচিব আমির আজম রেজা এবং প্রধান সমন্বয়কারী হিসেবে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের নাম ঘোষণা করেন।