রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ২১:২৭

চাঁদপুরে বিএনপির বিজয় দিবস র‌্যালিতে নেতাকর্মীর ঢল

অনলাইন ডেস্ক
চাঁদপুরে বিএনপির বিজয় দিবস র‌্যালিতে  নেতাকর্মীর ঢল

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে শহরে বিজয় র‌্যালি ও মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

শনিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে বিজয় র‌্যালি বের করা হয়।দীর্ঘদিন পরে জাতীয় দিবসের কর্মসূচি ঘিরে নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ দেখা গেছে।

র‌্যালিতে যোগ দেন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী। তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করেছেন রাজপথ।

এর পর চাঁদপুর মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য অঙ্গীকারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তারা।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, কারা নির্যাতিত নেতা পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ, জেলা বিএনপির সহ সভাপতি ডিএম শাহজাহান, যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট মুনিরা বেগম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান,জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরীফ আহমেদ পলাশ,বিএনপি নেতা মজিবুর রহমান লিটন, আলি আহমদ সরকার, আনোয়ার হোসেন বাচ্চুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর হাসান আলী হাই স্কুল মাঠ এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সেখানে আলোচনায় বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি।

উল্লেখ্য,গত ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশ পণ্ড হওয়ার দেড় মাস পর চাঁদপুরে এটিই বিএনপির প্রথম জমায়েত।

এর আগে সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা বিএনপি কার্যালয়ে সামনে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। র‌্যালি ঘিরে হাসান আলী স্কুল মাঠে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়