প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ১৯:৩০
দীর্ঘ দু'যুগ পর দলীয় প্রতীক লাঙ্গলের প্রার্থী পেয়ে উজ্জীবিত নেতাকর্মীরা
দীর্ঘ ২যুগ পর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -৩ আসনে জাতীয় পাটির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী পেয়ে উজ্জীবিত হয়ে উঠে পড়েছে জাতীয় পার্টির নেতা কর্মীরা।
দীর্ঘদিন পর তাদের দলীয় প্রতীকের প্রার্থী পেয়ে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
জানা যায় ২০০১ সালের পর থেকে চাঁদপুর- ৩ আসনে জাতীয় পাটির মনোনীত কোনো প্রার্থী পায় না,এ আসনের নেতাকর্মীরা। পূর্বের নির্বাচন গুলোতে জাতীয় পর্যায়ে আসন ভাগাভাগির কারনে জোটের প্রার্থীর পক্ষে কাজ করতে হয় দলীয় নেতাকর্মীদের। কিন্তু সে প্রেক্ষাপটে দলের নেতাকর্মীরা বা তৃনমুল পর্যায়ের নেতাকর্মীরা সেখানে যথাযথ মূল্যায়ন না পাওয়ায় তাদের মনে ক্ষোভের সৃষ্টি হলেও তা প্রকাশ করার কোনো সূযোগ ছিলো না। তাই এবারের নির্বাচনে দলের মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী পেয়ে স্হানীয় পর্যায়ে প্রতীকের প্রার্থীর পক্ষে ভালো ফলাফলের জন্য কাজ শুরু করে দিয়েছে।
ইতিমধ্যে দফায় দফায় সভা করে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় দলের প্রার্থীর পক্ষে ভালো ফলাফল নেওয়ার জন্যে দফায় দফায় নানা পরিকল্পনা বা চুল ছেড়া বিশ্লেষণ করে একের পর এক না কার্যক্রম গ্রহণ করে কাজ শুরু করেছেন বলে জানান, দলের শীর্ষ থেকে তৃনমুল পর্যায়ের নেতাকর্মীরা।
ফলে তাদের সামনে এখন এখন একটাই পথ আগামী ৭ জানুয়ারী নির্বাচনে জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের প্রার্থীর পক্ষে ভালো ফলাফল নেওয়ার।
জানাযায়, ১৯৯০ সালের জাতীয় পাটির সরকার তৎকালীন তও্বাবাধয়ক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তরের পর ১৯৯১ সালে তৎকালীন সময়ে এই আসনে জাতীয় পাটির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করে। এরপর ১৯৯৬ সালে চাঁদপুর পৌর জাতীয় পাটির আহবায়ক সালেহ আহমদ, এরপর ২০০১ সালে আলহাজ্ব মুন্সী মুনছুর আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে এ আসনে নির্বাচন করেন।
মুলত এরপর থেকে এ আসনে জাতীয় পাটির মনোনীত কোনো প্রার্থী নির্বাচন না করায় দলের সকল স্তরের নেতাকর্মীরা হতাশায় ভুগেন। অবশেষে এবারের নির্বাচনে প্রার্থী পেয়ে উজ্জীবিত হয়ে প্রতীকের পক্ষে কাজ করতে উঠে পড়ে লেগেছে। ফলে এবারের নির্বাচনে লাঙ্গল প্রতীকের প্রার্থীর ঘরে ভালো একটা ফলাফল আসবে এটি প্রায় নিশ্চিত।
এদিকে চাঁদপুর -৩ আসনের মনোনীত প্রার্থী অ্যাডঃ মহসিন খান ছাত্র জীবন থেকেই এরশাদের আর্দশের রাজনীতির মধ্য দিয়ে জাতীয় পাটির রাজনীতি শুরু করেন। তিনি জাতীয় ছাত্র সমাজ পুরান বাজার ডিগ্রী কলেজ জাতীয় ছাত্র সমাজ, চাঁদপুর সদর উপজেলা জাতীয় ছাত্র সমাজের নেতৃত্ব শেষে চাঁদপুর সদর উপজেলা জাতীয় পাটির যুগ্ম সম্পাদক, সাধারণ সম্পাদক শেষে বর্তমানে জেলা জাতীয় পাটির যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন।