রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ১৯:৫১

চাঁদপুর -২ আসনে জাপার প্রার্থী এমরান হোসেন মিয়ার মনোনয়নপত্র দাখিল

চাঁদপুর -২ আসনে জাপার প্রার্থী এমরান হোসেন মিয়ার মনোনয়নপত্র দাখিল
মাহবুব আলম লাভলু

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে লাঙ্গলের মনোনয়নপত্র দাখিল করেন এমরান হোসেন মিয়া। বৃহস্পতিবার ৩০ নভেম্বর দুপুরে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল হাসানের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন। এমরান হোসেন মিয়া জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পাটির সভাপতি। সে জাতীয় পাটির চাঁদপুর -২ আসনে জাতীয় পাটির লাঙ্গল প্রতিকের মনোনীত প্রার্থী।

মনমোনপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা জাতীয় পাটির সভাপতি মিজানুর রহমান মোল্লা, সাধারন সম্পাদক সোহরাফ, ছেংগারচর পৌর জাতীয় পাটির সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন গাজী, উপজেলা যুবসংহতির সদস্য সচিব জহিরুল ইসলাম।

মনোনয়নপত্র দাখিলের পর এমরান হোসেন মিয়া সাংবাদিকদের বলেন, মতলব উত্তরে যে উন্নয়ন হয়েছে তার মূল স্তম্ভের দাবীদার জাতীয় পাটি। দেশের দ্বিতীয় বৃহত্তর মেঘনা-ধনাগোধা স্বেচ প্রকল্প ও বেরীবাদ জাতীয় পাটির তৎকালীন রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ করেছেন। তখন যদি তিনি এই কাজ না করতেন তাহলে আজ এতো উন্নয়ন দেখতে যেতো না। তিনি আরো বলেন, জাতীয় পাটির আমলে স্বাস্থ্যখাতসহ বিভিন্ন খাতে উন্নয়ন হয়েছে। জাতীয় পাটির উপর একনো মানুষের আস্থা আছে। নিরপেক্ষ নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়