রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ২১:২০

কদর্য রাজনীতির পরিবর্তে সুশাসন প্রতিষ্ঠার চেষ্টার অংশ বিএনএম : ড. মোহাম্মদ শাহজাহান

কদর্য রাজনীতির পরিবর্তে সুশাসন প্রতিষ্ঠার চেষ্টার অংশ বিএনএম :  ড. মোহাম্মদ শাহজাহান
প্রবীর চক্রবর্তী

বর্তমান কদর্য রাজনীতির পরিবর্তে সুশাসন তথা ন্যায়ের শ্যাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রতিষ্ঠা হয়েছে জানিয়েছেন দলের মহাসচিব ড. মোহাম্মদ শাহজাহান। চাঁদপুর-৪ ফরিদগঞ্জ উপজেলা নির্বাচনী আসনের বাসিন্দা এই সাংবাদিক সাহিত্যিক ও মানবাধিকার কর্মী বাংলাদেশ হিউম্যান রাইটস ফেডারেশন (বিএইচআরএফ) চেয়ারম্যান। এছাড়া তিনি ব্যুরো অব হিউম্যান রাইটস বাংলাদেশ (বিএইচআরবি) এবং সাউথ এশিয়ান ফ্র্যাটারনিটি-এসএএফ বিডির প্রতিষ্ঠাতা ও মহাসচিব। শান্তি ও সম্প্রীতির জন্য গ্লোবাল ইন্টার-ফেইথ ডায়ালগের প্রেসিডেন্ট হিসেবে কর্মরত রয়েছেন তিনি। সম্প্রতি মালেয়শিয়ায় অনুষ্ঠিত মানবাধিকার বিষয়ে অনুষ্ঠানে তিনি বৈশ্বিক শান্তি দূত হিসেবে ভূষিত হয়েছেন।

তিনি জানান, গত ২০ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) পূর্ণাঙ্গ ভাবে যাত্রা শুরু করেছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা কাজ শুরু করেছেন। তাদের দল থেকে অন্তত ২০ জন সাবেক সংসদ সদস্যসহ এই পর্যন্ত ৫০/৬০ জন ব্যক্তি নির্বাচনে অংশ নেয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। তারা নিজ নিজ আসন থেকে বিজয়ী হওয়ার মতো অবস্থা রয়েছে। আমাদের নির্বাচনী কমিটি কাজ করছে। আমরা চেষ্টা করছি তিনশতটি আসনে প্রার্থী দেয়ার। তবে অবশ্যই আমরা এমন প্রার্থী দিবো যিনি নিজ নিজ আসন থেকে জনগণের ভোটে বিজয়ী হয়ে আসার মতো যোগ্যতা রাখেন।

তিনি বলেন, আমরা একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আমাদের বিএনএম এর যেই আদর্শ এবং উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছি, তাতে আমরা ব্যাপক ভাবে সাড়া পাচ্ছি। এর মধ্যে বর্তমান সরকারি দল বিরোধীদল ছাড়া প্রথিতদশা রাজনৈতিক, সুশীল সমাজের ব্যক্তি, সাংবাদিক, আমলাসহ অনেক হেভিওয়েট ব্যক্তিবর্গ রয়েছেন। আমরা বিশ^াস করি বিএনএম এদেশের মানুষের ভোটের অধিকার, উন্নয়নের অগ্রযাত্রার অধিকার, সুশাসনের অধিকার প্রতিষ্ঠায় সমর্থ হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়