রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০০:০০

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিবেন নাছির উদ্দিন আহমেদ

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিবেন নাছির  উদ্দিন আহমেদ
গোলাম মোস্তফা ॥

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করার লক্ষ্যে চাঁদপুর-৩ আসনের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন সংগ্রহ করবেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।

১৯ নভেম্বর সকাল ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ কার্যালয় থেকে উক্ত মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে জানান তাঁর ঘনিষ্ঠ সূত্র।

জানা যায়, আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ দীর্ঘদিন চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর তিনি চাঁদপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথমে পৌর চেয়ারম্যান, পরে প্রথম মেয়র হন। এরপর আবারো তিনি চাঁদপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন। তিনি জেলা আওয়ামী লীগের সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি পদে প্রার্থী হন এবং দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁকে সম্মেলন স্থলে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ও এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে ব্যক্ত করেছেন।

মনোনয়ন বিষয়ে জনাব নাছির উদ্দিন আহমেদের সাথে কথা হলে তিনি বলেন, জীবনের শুরু থেকে আজও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি করি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করি, সেহেতু দলের মনোনয়ন চাওয়ার অধিকার আমার রয়েছে। সেই কারণে দলের মনোনয়ন চাইবো। আমি কেনো, অনেকেই দলের মনোনয়ন চাইবেন। সভানেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়