প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ১৯:২৫
যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা
নৌকার বিজয় জন্য সরকারের উন্নয়নের কথা জনগণের কাছে পৌঁছানোর দায়িত্ব যুবলীগকে পালন করতে হবে : শিক্ষামন্ত্রী
এশিয়ার অন্যতম যুব সংগঠন
|আরো খবর
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা যুব লীগের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি বের করা হয়।
১১ নভেম্বর শনিবার বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে চাঁদপুর সদর উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে রেলী পূর্ব আলোচনা সভায় টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর -৩ আসনের সাংসদ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি
এ সময়
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের যুব শক্তির ঐক্যবদ্ধতার কারনেই আজ যুবলীগ এগিয়ে যাচ্ছে। যুব লীগের অতীত ঐতিহ্য রয়েছে, দেশের সকল আন্দোলন সংগ্রামে যুবলীগের ছিলো অগ্রনী ভুমিকা। তাই অতীতের কোন ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও সকল অপশক্তির বিরুদ্ধে যুবলীগ কে সক্রিয় ও সচেতন হয়ে অগ্রনী রাখতে হবে।
তিনি বলেন, আমাদের দল রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে বিগত ১৫ টি বছর চাঁদপুর ও হাইমচর উপজেলাসহ চাঁদপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ সকল উন্নয়নের কথাগুলো তৃনমুল পর্যায়ের জনগণের কাছে এবং প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে যুবলীগের নেতাকর্মীদের দায়িত্ব নিতে হবে। কারন আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব সন্নিকটে। তাই আজ থেকে যুবলীগের প্রতিটি নেতাকর্মী কে ভ্যানগার্ডের ন্যায় দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরো বলেন, যারা সমাবেশের নামে ঢাকায় নির্মম ভাবে প্রকাশ্যে দিবালোকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পিটিয়ে হত্যা করে, যারা আন্দোলনের নামে অগ্নি সন্তাস করে তাদের বিষয়ে সাধারণ জনগণ কে জানাতে হবে। শুধু তাই নয়, এরা অবরোধের নামে এখন পর্যন্ত ১শ'র অধিক যানবাহনে অগ্নিসংযোগ করেছে। এদের কে প্রতিহত করতে হবে এবং এদের বিরুদ্ধে সচেতন হতে হবে।
তিনি বলেন, আওয়ামীলীগ তৈরি হয়েছে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এদেশের জনগণের স্বার্থে। তাই আওয়ামী লীগের জন্মের পর দেশের ও জনস্বার্থে দেশের মানুষের ভাষার ও স্বাধীনতার অধিকার এনে দিয়েছে আওয়ামী লীগ।
আর দেশের উন্নয়ন হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে। আজকে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। তিনি জনগণের প্রত্যাশা পূরণ করেছেন। আগামী নির্বাচনে পুনরায় নৌকা প্রতীক বিজয়ী করে পুনরায় দেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা কে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে আজ থেকে যুবলীগ কে সক্রিয় ভাবে মাঠে কাজ করার জন্য যুবলীগ নেতাকর্মীদের আহবান জানান।
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি গতকাল বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুর পৌর ও সদর উপজেলা যুবলীগের আয়োজনে রেলী পূর্ব আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক আ. মালেক শেখের সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল। বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ঝন্টু দাস।
চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শিমুল হাসান সামনুর যৌথ পরিচালনায় উক্ত আলোচনা সভায়
আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ মোতালেব, চাঁদপুর পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. সফিকুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতাউর রহমান পারভেজ, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. তাজুল ইসলাম মিয়াজী, ৮নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক ইসমাইল মাল, হানারচর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহাদাত হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সদস্য আবুল হাসনাত নয়ন।
আলোচনা শেষে চাঁদপুর জেলা আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গন থেকে ৫১ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।