প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ১৯:১১
অবরোধ : আক্তার মাঝিসহ বিএনপির ৯ জন আটক
চাঁদপুরে মঙ্গলবার (৩১ অক্টোবর থেকে) সরকারের পদত্যাগের এক দফাতে দাবিতে রেলপথ, সড়ক ও নৌপথ অবরোধের প্রথম দিন পালন করছে বিএনপি। সকালে সড়কে অবস্থান নেওয়ায় চাঁদপুর শহরে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি সহ ৯ জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
|আরো খবর
সদর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ
শেখ মহসিন আলম জানান, বাবুরহাটে সংঘটিত নাশকতার চেষ্টার মামলায় পৌর সভাপতি সহ বিএনপির নয়জনকে আটক করার পর তাদেরকে আদালতে পাঠিয়েছি। অন্যদের ধরার চেষ্টা চলছে।
অবরোধে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও সড়কে বাস ও ট্রাক চলাচল কম। সকালের দিকে লঞ্চঘাটে,
বাস টার্মিনালে যাত্রীর সংখ্যা কম ছিল।
যাত্রী স্বল্পতার মধ্যেও ভোর পৌণে ছয়টা থেকে সকাল সোয়া ৯টা পর্যন্ত পরপর তিনটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানিয়েছেন চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঘাটের টিআই মোঃ শাহআলম। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে চাঁদপুর রেলওয়ে বড় স্টেশন মাস্টার সোয়াইবুল সিকদার। তিনি জানান, ভোর ৫ টার সময় মেঘনা ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।
অবরোধের প্রথম দিন বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকালে চাঁদপুর শহরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিএনপি নেতাকর্মীরা অবরোধের সমর্থনে মিছিল ও পিকেটিং শুরু করলে বেশিক্ষণ টিকে থাকতে পারিনি । শহরের প্রতিটি ওয়ার্ড এমনকি ইউনিয়ন এলাকায় অবরোধের বিপক্ষে পাল্টা মিছিল করে রাস্তায় অবস্থান নেয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি যেকোনো নাশকতা এড়াতে করা পাহারায় ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আগে থেকেই সড়কের বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন করা হয় এবং গাড়ি বহর নিয়ে জেলা ও থানা পুলিশের সড়ক জুড়ে টহল ছিল চোখে পড়ার মতো।
প্রতিটি এলাকার মোড়ে মোড়ে ও গুরুত্বপূর্ণ স্থানে এ দিন সকাল থেকেই অবরোধের বিপক্ষে অবস্থান নিয়ে মহড়া দেয় সরকার দলীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।