মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ২১:০০

বাবুরহাট ও বাগাদী চৌরাস্তায় হরতালে বিএনপির মিছিল ও পিকেটিং

স্টাফ রিপোর্টার
বাবুরহাট ও বাগাদী চৌরাস্তায় হরতালে বিএনপির মিছিল ও পিকেটিং

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নয়াপল্টনের মহাসমাবেশে পুলিশের টিয়ারগ্যাস, গুলি, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপসহ নেতা-কর্মীদের সঙ্গে তুমুল সংঘর্ষের ঘটনায় সারাদেশে রোববার সকাল-সন্ধ্যা হরতাল আহবান করে বিএনপি ও জামাত। হরতালের দিন সকালে চাঁদপুর শহরের আশপাশের বিভিন্ন সড়কে মিছিল ও পিকেটিং করে হরতালকারীরা।

বাগাদী চৌরাস্তায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন নেতা-কর্মীরা মিছিল বের করে। এক পর্যায় তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করে। খবর পেয়ে সেখানে পুলিশ গেলে তারা রাস্তা থেকে সরে যায়। একই সময় আশিকাটি ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা বাবুরহাট ও পল্লী বিদ্যুৎ এলাকায় এবং শাহমাহমুদপুর ইউনিয়নের গোসাইরহাটে মিছিল ও পিকেটিং করে হরতালকারীরা।

বাবুরহাটে হরতালের পক্ষে বিপক্ষে মিছিল পিকেটিং করা নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় নিক্ষিপ্ত ইটের আঘাতে আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর সরকার ও কল্যাণপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক জসিম বেপারী আহত হয়। উভয়কে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া সকালের হরতালে চাঁদপুর সরকারি কলেজ সড়কে বিএনপির নেতা-কর্মীরা অবস্থান নিলে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়