সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ১৯:১৯

আওয়ামী লীগ সাম্প্রদায়িক সম্প্রতিতে বিশ্বাসী : .ড. সেলিম মাহমুদ

মেহেদী হাসান
আওয়ামী লীগ  সাম্প্রদায়িক সম্প্রতিতে  বিশ্বাসী : .ড. সেলিম মাহমুদ

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক মানবতার দল। বর্তমান সরকারের আমলে এরাষ্ট্রে কোন বৈষম্য নেই। কারন আওয়ামী লীগ সাম্প্রদায়িক সম্প্রতিতে বিশ্বাসী। তিনি গতকাল রবিবার বিকেলে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে কচুয়া পৌরসভার করইশ সার্বজনীন দূর্গা মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন,যারা গণতন্ত্র ও সাংবিধানিক বিশ্বাস করে না, তারাই নানান ভাবে ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি দোসররা তারা নির্বাচন নিয়ে স্বৈরাচারী পন্থা অবলম্বন করছে। আওয়ামী লীগ সরকারের আমলে সনাতন ধর্মালম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে। নির্বিঘ্নে তারা তাদের ধর্ম পালন করে যাচ্ছে।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিকাশ সাহা,যুগ্ন সাধারণ সম্পাদক মানিক ভৌমিক, কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তুষ পোদ্দার,সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু,সাবেক সভাপতি রাকিবুল হাসান,সদস্য সনতোষ চন্দ্র সেন,পৌর কাউন্সিলর মাসুদ আলম,আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান হাতেম,উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ডা. মাসুদুর রহমান বাবুল, সাবেক ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন লিটন সহ দলীয় নেতাকর্মী ও সনাতনধর্মাবলম্বী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

একইদিনে তিনি উপজেলার ঘাগড়া আখড়া দূর্গা মন্দির , গোবিন্দপুর সার্বজনীন দূর্গা মন্দির, বেদপুর মজুমদার বাড়ি দূর্গা মন্দির, নাউলা দাস বাড়ি দূর্গা মন্দির, নাউলা দত্ত বাড়ি দূর্গা মন্দির, হায়াতপুর বড় বাড়ী দূর্গা মন্দির, কড়ইয়া সার্বজনীন দূর্গা মন্দির, ডুমুরিয়া আখড়া বাড়ী দূর্গা মন্দির, কোয়া পোদ্দার বাড়ি দূর্গা মন্দির, কোয়া দাস বাড়ি দূর্গা মন্দির, কান্দারপাড় দূর্গা মন্দির, মাছিমপুর সার্বজনীন দূর্গা মন্দির, মাছিমপুর দূর্গা বাড়ি মন্দির, দারছর দাস বাড়ী দূর্গা মন্দির, কোমরকাশা শীল বাড়ি দূর্গা মন্দির ও রাজাপুর দূর্গা মন্দির পরিদর্শন করেন। এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রতিটি মন্দিরে উপহার হিসেবে নগদ দশ হাজার টাকা করে প্রদান করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়