শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ১৯:২১

মতলবে শান্তি ও উন্নয়ন সমাবেশ

আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপির নেই- মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

মাহবুব আলম লাভলু
আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপির নেই- মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যারা বানচালের চেষ্টা করবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে প্রতিহত করা হবে। কারণ, জ্বালাও পোড়াও আর জঙ্গিবাদের দোসরদের এই দেশের মানুষ দেখতে চায় না। বিএনপি নির্বাচন নয়, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে। আন্দোলন করে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপির নেই। দেশের চলমান স্থিতিশীলতা বিনষ্টের জন্য তারা যতই চেষ্টা করুক, কখনও সফল হবে না।

৭ অক্টোবর (শনিবার) বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ছেংগারচর পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন ।

তিনি আরো বলেন,আগামী জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ঐ নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করতে হবে। নৌকা মার্কায় ভোট দিলে দেশে উন্নয়ন হয়, মানুষ পেট ভরে ভাত খেতে পারে। আসুন আমরা সবাই মিলে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আবারও প্রধানমন্ত্রী করে বাংলাদেশ বিনির্মানে কাজ করি

সংবিধান ও সময়মতো আগামী নির্বাচন হবে। নির্বাচনে যারা আসবে ভালো, কাউকে আমরা দাওয়াত দিয়ে আনব না। এই দায়িত্ব আওয়ামী লীগ নেয় নাই। যারা আসবে তাদের নিয়ে নির্বাচন হবে।বিএনপি নির্বাচন বানচাল করতে চাইলে জনগণ আর বসে থাকবে না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের নিয়ম মেনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নেই। নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার ও গাজী ইলিয়াছুর রহমান, উপজেলা মিহলা আওয়ামী লীগের সভাপতি পাড়ভীন শরীফ,জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন, ছাত্র লীগ নেতা ছদরুল আমিন,রনি,পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন,সাবেক পৌর ছাত্রলীগে সভাপতি তোফায়েল আহমেদ সরকার শ্রমিক লীগ নেতা শামীম প্রধান প্রমূখ। সমাবেশে প্রধানমন্ত্রী জন্মদিন পাল উপলক্ষে কেক কাটা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়