প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ২০:৪২
গাড়ি পোড়ানো মামলার চার্জ গঠন শুনানি আদালতে বিএনপি নেতা শেখ ফরিদ আহমেদ মানিকের হাজিরা
চাঁদপুর সদর চান্দ্রা হরিনা সড়ক এলাকায় ২০১৫ সালে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা গাড়ি পোড়ানো একটি মামলায় চাঁদপুর জেলা বিএনপি ও অংগ সংগঠনের ৭৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জ গঠনের শুনানি হয়েছে ।
|আরো খবর
সোমবার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হকের আদালতে এ শুনানি হয়। চার্জ গঠনের আদেশ পরে দেয়া হবে বলে আসামিদের আইনজীবীদের জানিয়েছে আদালত।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে প্রধান,সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিমকে ২ নম্বার আসামি করে বিএনপির প্রায় ৭৬ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ মামলাটি দায়ের করে।
আসামিদের পক্ষে মামলাটি পরিচালনা করছেন অ্যাডঃ সামছুল ইসলাম মন্টুসহ বিএনপিপন্থী আইনজীবীরা।
আসামিদের পক্ষের আইনজীবীরা বলেন, 'সব আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি করে অভিযোগ গঠনের আদেশ পরে জানাবেন বলে জানিয়েছে।
তারা জানান, আসামিরা সবাই জামিনে রয়েছেন।
এ বিষয়ে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিমের ভাষ্য,গত ১৮-৩-২০১৫ খ্রিঃ তারিখ রাত ১২টার এক ঘটনা।চট্টগ্রাম থেকে একটি ট্রাক খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। চান্দ্রা বাজারের কাছে কে বা কারা তাতে আগুন ধরিয়ে দেয়। তখন শেখ ফরিদ আহমেদ মানিক ঢাকাতে ছিলেন।আমি এবং অপরাপর আসামিগণ নিজ নিজ বাড়িতে গভীর ঘুমে।সেই ঘটনা আওয়ামী লীগের তৈরি করা ঘটনা। আমাদেরকে মিথ্যা মামলায় আসামি করা হয়। 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে পুলিশ আমাদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা করেছে।' ওই ঘটনায় আসামিদের কোন সংশ্লিষ্টতা নেই। তৎকালীন আন্দোলন সংগ্রামকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য তারাই এই ঘটনা ঘটেছে।
সোমবার বেলা সাড়ে এগারোটার সময় শেখ ফরিদ আহমেদ মানিক ও অ্যাডঃ সলিম উল্লাহ সেলিমসহ মামলার আসামি নেতাকর্মীরা আদালতে উপস্থিত হন।
এ সময় জেলা বিএনপি সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল,যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, পৌর বিএনপির সভাপতি আকতার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেন, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আঃ কাদির বেপারি,সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন,
পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আফজাল হোসেন,সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ,জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক,
জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।