সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ২১:০১

চাঁদপুর জেলা যুব যুবলীগের সদস্য সংগ্রহ ও কর্মী সভা

চাঁদপুর জেলা যুব যুবলীগের সদস্য সংগ্রহ ও  কর্মী সভা
গোলাম মোস্তফা

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী চাঁদপুর জেলা যুবলীগের উদ্যোগে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।

২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান কালু ভুইয়ার সভাপতিত্বে ও সদস্য আবু তাহের রিয়াদের পরিচালনায় উক্ত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমদ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ বলেন, আগামী দিনগুলোতে আমাদের সকল কে প্রতিটি মুহূর্তে সর্বোচ্চ সর্তক ভাবে চলাফেরা করতে হবে। কারণ আবারো স্বাধীনতা বিরোধী সহ যারা আমাদের দেশের মঙ্গল চায় না, এমন অপশক্তি ঐক্যবদ্ধ হয়ে সরকার ও দলের বিরুদ্ধে নানা যড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এদেরকে প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, চলার পথে মান অভিমান থাকবে কিন্তু আমাদের সকল কে খেয়াল রাখতে হবে আগে আমাদের লালিত চেতনার আর্দশকে সমুন্নত রাখতে সকল কিছু ভুলে গিয়ে আগামী নির্বাচনে স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক ও বিজয়ের প্রতীক নৌকা প্রতীক কে বিজয়ী করতে হবে। অতএব আমরা যে যেখানে যে অবস্থায় থাকি না কেনো, আমরা দেশ ও জনগণের স্বার্থে আগামী নির্বাচনে নৌকা প্রতীক কে বিজয়ী করতে সকল কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

উক্ত কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর আলহাজ্ব আবু নাঈম পাটোয়ারী দুলাল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরণ, পৌর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মঞ্জু, চাঁদপুর জেলা মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. মালেক দেওয়ান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমদ আরো বলেন, যুবলীগ বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রাণশক্তি। যুবলীগে কোন সন্ত্রাসী ঠাঁই নেই, চাঁদাবাজার ঠাঁই নেই, মানুষের অধিকার হরণকারীদের ঠাই নেই‌। যারা যুবলীগ করবে তাদের হতে হবে দল এবং দেশের জন্য আত্ম নিবেদিত। সাংগঠনিক শৃঙ্খলা তাদেরকে সর্বোচ্চ পালন করতে হবে। আমরা এমন যুবলীগ কর্মী চাই যারা দেশ এবং দলের জন্য রাজপথে থাকবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে যুবলীগের প্রতিটা নেতা কর্মীকে রাজপথে অতন্দ্র প্রহরীর মত থাকতে হবে। স্বাধীনতা বিরোধীরা যাতে করে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে নস্যাৎ করতে না পারে, তার জন্য যুবলীগকে সর্বদা সতর্ক থাকতে হবে। আমরা চাঁদপুর জেলা যুবলীগ ঐক্যবদ্ধ আছে এবং আগামীতে ঐক্যবদ্ধ থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ে অতীতের মতোই সর্বোচ্চ সাংগঠনিক দায়িত্ব পালন করবে যুবলীগের সকল স্তরের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারী দুলাল যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়