বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৮ আগস্ট ২০২১, ০৮:৪৮

চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান সফিক আটক

গোলাম মোস্তফা
চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান সফিক আটক

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান মোঃ সফিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। জানা যায়, ১৯ আগস্ট রাতে চাঁদপুর জেলা গোয়েন্দা বা ডিবি পুলিশের একটি দল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান মোঃ সফিকের শহরের বিটি রোডস্থ বাসভবন থেকে গভীর রাতে আটক করে পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে যায়। তার আটকের বিষয়ে পরিবারের সদস্যরা জানতে চাইলে কোনো কথা না বলে পরে জানানো হবে বলে জানান।

এদিকে আটকের বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ডিউটি অফিসারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, দেওয়ান মোঃ সফিক নামে একজন আটক রয়েছেন। তবে আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না। আপনারা পরে জানতে পারবেন। তবে কী কারণে দেওয়ান সফিক আটক হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায় নি।

উল্লেখ্য, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। গত উপজেলা পরিষদে তিনি চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়